For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইট মারলে পাটকেল খেতে হবে, পঞ্চায়েতের লক্ষ্যে ফের বদলার হুমকি বিজেপি নেতার

আগামী পঞ্চায়েত নির্বাচনে কেউ সন্ত্রাস করলে, আমরাও পাল্টা সন্ত্রাস করব। তার জন্য আমরা তৈরি আছি। কারণ বদলার রাজনীতি শুরু করেছে শাসকদল। বললেন জয় বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

আবারও পাল্টার নিদান দিল বিজেপি। ফের জয় বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বদলার রাজনীতির হুমকি বেরিয়ে এল। কোনওরকম রাখঢাক না করেই তিনি হুঙ্কার ছাড়লেন, 'আগামী পঞ্চায়েত নির্বাচনে কেউ সন্ত্রাস করলে, আমরাও পাল্টা সন্ত্রাস করব। তার জন্য আমরা তৈরি আছি। কারণ বদলার রাজনীতি শুরু করেছে শাসকদল। রাজ্যে সুশাসন স্থাপন করার জন্য তাদের পাল্টা দেওয়ার দরকার।'

ইট মারলে পাটকেল খেতে হবে, পঞ্চায়েতের লক্ষ্যে ফের বদলার হুমকি বিজেপি নেতার

মালদহের বুলবুলচণ্ডীর মোড়ের সভা থেকে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নাম না করেই আক্রমণ করেন। তিনি বলেন, 'ওরা যে ভাষায় কথা বলবে, সেই ভাষাতেই উত্তর দেব আমরা। ওরা চোখ রাঙালে আমরাও চোখ রাঙাবো।' তাঁর হুঁশিয়ারি, 'আমরা চলে যাওয়ার পর যদি এলাকার বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়, আমকা থানায় গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাব।'

জয় বলেন, 'রাজ্যে তৃণমূল সরকারের আমলে কু-শাসন চলছে। এই কু-শাসন দূর করাই আমাদের প্রথম লক্ষ্য। রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে একমাত্র বিজেপি। সেই লক্ষ্যেই আমরা স্থির।' এদিন রাজস্থান নিহত আফরাজুল খানকে নিয়েও মুখ খোলেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আফরাজুলকে যেভাবে খুন করা হয়েছে, তা খুবই নিন্দনীয়। কিন্তু তৃণমূল আফউরাজুলকে নিয়ে যা করেছে, তা আরও ঘৃণ্য।'

তিনি বলেন, 'নিছক রাজনীতি করার জন্য আফরাজুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। কিন্তু বোলপুরে যে একটি মেয়ের উপর ভয়াবহ অত্যাচার চালানো হল, তার বেলা চুপ তৃণমূল। মেয়েটি এখনও বিচার পায়নি, খুনি খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এটা কখনও সুশাসন হতে পারে না। আফরাজুলকে খুন করা হয়েছে, রাজস্থানে বিজেপির সরকার খুনিকে গ্রেফতার করেছে। আগামী পঞ্চায়েত নির্বাচন থেকেই তাই রাজ্যে পরিবর্তনের জয়যাত্রা শুরু করতে হবে সুশাসনের তাগিদেই।'

English summary
BJP leader Joy Banerjee threatens to take revenge for the panchayat election again.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X