For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুধর্মীয় অনুষ্ঠানে হাজিরা! বিজেপির তিনতালাক আন্দোলনের নেত্রীকে ঘরছাড়া করার চেষ্টার অভিযোগ

বিজেপির তিনতালাক আন্দোলনের নেত্রী এবং বিজেপি মহিলা মোর্চার জাতীয় কমিটির সদস্য ইসরত জাহানকে ঘরছাড়া করারচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির তিনতালাক আন্দোলনের নেত্রী এবং বিজেপি মহিলা মোর্চার জাতীয় কমিটির সদস্য ইসরত জাহানকে ঘরছাড়া করার চেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। বর্তমানে তিনি হাওড়া জেলার বাসিন্দা। হিজাব পরেই হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করে তাঁকে ঘরছাড়া করার চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

ইসরত জাহানের অভিযোগ

বিজেপি নেত্রী ইসরাত জাহানের অভিযোগ, বাড়িওয়ালা তাঁকে বাড়ি ছেড়েও দেওয়ার জন্য চাপ দিয়েছেন। সঙ্গে ছিল এলাকার একটা বড় অংশের মানুষ। তাঁদের অভিযোগ হিজাব পরে ইসরত হনুমান চলিশার অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

হত্যার হুমকির অভিযোগ

অভিযোগে ইসরত জাহান বলেছেন, তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। সবাই তাকে বলেছে, যদি নিজের ইচ্ছায় ঘর ছেড়ে না যান, তাহলে জোর করে তাকে ঘর ছেকে বের করে দেওয়া হবে। সেইজন্য তিনি নিরাপত্তার দাবি করেছেন। ছোট সন্তানকে নিয়ে তিনি সেখানে থাকেন। ফলে যখন তখন যা তা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনতালাক বিরোধী আন্দোলনের অন্যতম মুখ

তিনতালাক বিরোধী আন্দোলনের অন্যতম মুখ

শুধু রাজ্যের নয় দেশের তিন তালাক বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ইসরত জাহান। এই আন্দোলনে যুক্ত থাকায় একাধিকবার তাঁর ওপর হামলাও হয়েছে। পরিবার থেকেও এসেছে বাধা। ২০০১-এ বিহারের মুর্তজাকে বিয়ে করেছিলেন ১৪ বছরের ইসরত। পরপর তিন কন্যা সন্তানের জন্মের কারণে স্বামীর সঙ্গে বিবাদ। চতুর্থ সন্তান অবশ্য পুত্রই হয়। ২০১৫ সালে দুবাই থেকে ফোনে তিনতালাক দেওয়া হয়। এরপর থেকেই তিন তালাক বিরোধী আন্দোলনে নাম লেখান ইসরত।

English summary
BJP leader Ishrat Jahan was asked to vacate her house for attending a Hindu ceremony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X