For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছক কষেই প্রশান্ত কিশোরের 'অ্যাম্বুল্যান্স' রাস্তায়, দিলীপ ঘোষের অভিযোগ নিয়ে শোরগোল চারিদিকে

ছক কষেই প্রশান্ত কিশোরের 'অ্যাম্বুল্যান্স', দিলীপ ঘোষের অভিযোগ নিয়ে শোরগোল

  • |
Google Oneindia Bengali News

কৃষ্ণনগরে দিলীপ ঘোষের সভার জন্য অ্যাম্বুল্যান্স ঘুরিয়ে দেওয়া নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে এখনও চর্চা চলছে। দিন কয়েক আগে রাস্তা জুড়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা চলার সময় একটি অ্যাম্বুল্যান্স এসে উপস্থিত হয়। দিলীপ ঘোষই অ্যাম্বুল্যান্সটিকে বলেন ঘুরে যেতে। যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ ।

 অ্যাম্বুল্যান্সকে বিকল্প রাস্তায় যেতে নির্দেশ দিয়েছিলেন দিলীপ

অ্যাম্বুল্যান্সকে বিকল্প রাস্তায় যেতে নির্দেশ দিয়েছিলেন দিলীপ

রাস্তা জুড়ে চলছে সভা। সেই সময় হুটার বাজিয়ে উপস্থিত অ্যাম্বুল্যান্স। কিন্তু যাওয়ার উপায় নেই। বিজেপির রাজ্য সভাপতি সেই সময় সভার বক্তা। তিনি বললেন অ্যাম্বুল্যান্সকে ঘুরে যেতে। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগরের। ইতিমধ্যেই সেই সংক্রান্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, অ্যাম্বুল্যান্সকে বিকল্প রাস্তায় যেতে হবে। কেননা ওই গাড়ির জন্য সভায় বিঘ্ন ঘটানো যাবে না।

গাড়ি চালককেই দায়ী করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি

গাড়ি চালককেই দায়ী করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি

ভিডিওতে দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, গাড়ির চালক জানানে সেখানে সভা চলছে। কেন সেই সময় চালক অ্যাম্বুল্যান্স নিয়ে সেই রাস্তায় গিয়েছেন। সভায় লোক সমাগমের জন্যই অ্যাম্বুল্যান্সকে রাস্তা দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছিলেন তিনি।

আগেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

আগেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

দিলীপ ঘোষ প্রথমেই অভিযোগ করেছিলেন, অ্যাম্বুল্যান্সটি তৃণমূল পাঠিয়েছে, সভাকে বিঘ্নিত করার জন্য।

অভিযোগ প্রশান্ত কিশোরের বিরুদ্ধে

অভিযোগ প্রশান্ত কিশোরের বিরুদ্ধে

দিলীপ ঘোষের আরও অভিযোগ, প্রশান্ত কিশোরের পরিকল্পনা মাফিক তাঁর সভা ভণ্ডুল করার জন্যই অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছিল। এলাকার তৃণমূল নেতৃত্ব প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ দিলীপ ঘোষের।

English summary
BJP leader Dilip Ghosh alleges Prashant Kishor sends ambulance to his Krishnanagar meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X