For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমার সিনেমা ভালো চলে, হিট হলে বিজেপির লাভ হবে', কাজ না পাওয়ার জন্য তৃণমূল দায়ী, বললেন জয়

'আমার সিনেমা ভালো চলে, হিট হলে বিজেপির লাভ হবে', তৃণমূলের জন্য গরীব হয়ে যাচ্ছেন বলে ক্ষোভ জয়ের

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের হাতিয়ার শানিয়ে এদিন 'সিনেমা না করতে পারা' নিয়ে ক্ষোভ প্রকাশ করতেন ফিল্ম তারকা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়ার এক সভায় জয় দাবি করেন, তিনি যদি সিনেমায় অভিনয় করেন ,তাহলে তাতে বিজেপির লাভ হবে, আর সেই জন্যই তাঁকে ফিল্মে অভিনয় করতে দেওয়া হচ্ছে না। এমন অভিযোগে তিনি সরাসরি বিঁধেছেন তৃণমূল নেতৃত্বকে।

'আমার সিনেমা ভালো চলে , তাই..'

'আমার সিনেমা ভালো চলে , তাই..'

'.. আমার আয়ের সমস্ত উৎস বন্ধ করে দিয়েছে। আমার যেখান থেকে রোজগার , সিনেমা, থিয়েটার, যাত্রা ,সেই সমস্ত কিছু এরা বন্ধ করে দিয়েছে। লাইট, সাউন্ড ,অ্যাকশন এগুলো কেড়ে নেওয়া কতটা পাপ। আমি তো সিনেমা লাইন থেকে বিতাড়িত নই। আমার ছবি মোটামুটি ভালোই চলে। সে তো এখনও প্রমাণিত হচ্ছে। ... ' এভাবেই নিজের বক্তব্য বিজেপির কর্নসূচিতে ব্যক্ত করেন জয়।

জয়ের তোপ তৃণমূলকে!

জয়ের তোপ তৃণমূলকে!

জয় বন্দ্যোপাধ্যায় পারদ চড়িয়ে বলেন, তাঁর ছবি যে ভালো চলে, তা বোঝাই যায় তাঁর সভায় আসা মানুষের ভিড় দেখে। তিনি বলেন, ' আমি যেখানেই যাচ্ছি সেখানের সভাতেই মানুষের ভিড় দেখি। তাই আজ আমায় সিনেমা করতে দেওয়া হয়না। আমার সিনেমা হিট হলে বিজেপির লাভ হবে। সেই জন্যই সিনেমা করতে দেওয়া হয়না।'

'আমাদের সরকার এলে বুদ্ধিজীবীরাও আমাদের দলে.. '

'আমাদের সরকার এলে বুদ্ধিজীবীরাও আমাদের দলে.. '

সায়ন্তন বসুর পর এদিন বিজেপির হয়ে জয় বন্দ্যোপাধ্যায়ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন ,' আমাজের সরকার এলে, এই বুদ্ধিজীবীরাই আমাদের হয়ে চেঁচাবেন। ওঁরা যাঁদের থেকে সুযোগ পাবেন। তাঁদের হয়েই চেঁচাবেন।'

হেলিকপ্টার পেয়েও সন্তুষ্ট নন, প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপালহেলিকপ্টার পেয়েও সন্তুষ্ট নন, প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল

English summary
BJP Leader and film star Joy banerjee says tmc is not letting him to earn good money .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X