For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের বিরাট জয়ে ভাঙন-আতঙ্ক তাড়া করছে বিজেপিকে, কাদের নিয়ে চিন্তা গেরুয়া শিবিরে

তৃণমূলের বিরাট জয়ে ভাঙন আতঙ্ক তাড়া করছে বিজেপিকে, প্ল্যান বি প্রস্তুত

Google Oneindia Bengali News

২০২১-এর আগে বিজেপি ঘটা করে যোগদান মেলার আয়োজন করেছিল। কিন্তু ২০১৯-এর মতো তৃণমূলকে ভেঙে ২০২১-এ তেমন লাভবান হয়নি বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মানসিকতার কাছে ধরাশায়ী হয়ে বিজেপি এখন নিজেরাই ভাঙন আতঙ্কে ভুগতে শুরু করেছে। রাজনৈতিক জগৎ থেকে সিনে জগতের অনেকে তারকারই ঘরওয়াপসি হতে পারে।

ভোট চলাকালীনই দিয়েছিলেন কথা! ১৪ লক্ষ করোনার ভ্যাকসিন কিনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারভোট চলাকালীনই দিয়েছিলেন কথা! ১৪ লক্ষ করোনার ভ্যাকসিন কিনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

যোগদান মেলা বুমেরাং হয়েছিল, ফল মেলেনি

যোগদান মেলা বুমেরাং হয়েছিল, ফল মেলেনি

ভোট ঘোষণার আগে থেকেই বিজেপি রাজ্যজুড়ে যোগদান মেলার আয়োজন করেছিল। সেই যোগদান মেলায় রাজনৈতিক নেতা-নেত্রী থেকে শুরু করে সিনেমা জগতের কলাকুশলীদের এনে প্রতিদিনই যোগদান করানো হয়েছে পদ্মশিবিরে। কিন্তু তার ফল ভালো হয়নি। নতুনদের আগমনে দূরে সরে গিয়েছেন পুরনোরা।

বিজেপি ছেড়ে শাসক শিবিরে চলে আসতে পারেন

বিজেপি ছেড়ে শাসক শিবিরে চলে আসতে পারেন

এখন যে নতুনরা এসেছিলেন ঘটা করে, তাদের অনেকে আবার ফিরে যেতে পারেন বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের বিপুল জয়ের পর বিজেপি নিজের দলেই ভাঙন হতে পারে বলে আশঙ্কা করছে। বিজেপি ভেঙে অনেকেই আবার শাসক শিবিরে চলে আসতে পারেন বলে মনে করছে নেতৃত্ব।

ভাঙন রোখার পরিকল্পনা আগাম সারা বিজেপির

ভাঙন রোখার পরিকল্পনা আগাম সারা বিজেপির

বিজেপি নেতৃত্ব চাইছে নিচুতলার কর্মীদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করতে। তার পাশাপাশি তাদের নিরাপত্তা দেওয়াই এখন তাদের প্রধান কাজ। তৃণমূল থেকে আসা নেতা-নেত্রীরা হাতছাড়া হোক, চাইছে না বিজেপি। সেজন্যই তাঁরা এবার ভাঙন রোখার পরিকল্পনা আগাম সেরে রাখছে।

সম্মানের সঙ্গে বিজেপিতেই থাকবেন, বিশ্বাস দিলীপের

সম্মানের সঙ্গে বিজেপিতেই থাকবেন, বিশ্বাস দিলীপের

যদিও দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন, তাঁরা যথেষ্ট অপমানিত হয়ে এসেছিলেন। আমার বিশ্বাস তাঁরা কেউ তৃণমূলে ফিরবেন না। আমরা তাঁদের সম্মান দিয়ে এনেছিলাম। তাঁরা সম্মানের সঙ্গে বিজেপিতেই থাকবেন বলে আমার বিশ্বাস। আমরা রাজ্য পার্টির তরফ থেকে নেতা-কর্মীদের সাহায্যের ব্যবস্থা করব।

English summary
BJP fears of broken after big winning of TMC in Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X