For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশুপাচারকাণ্ডে সিবিআই দাবি জোরদার করল বিজেপি, বিধানসভায় মিছিল

শিশুপাচারকাণ্ডে সিবিআই-এর দাবিটা আগেই উঠেছিল। সেই দাবি আরও জোরদার করল বিজেপি। এবার বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে বিজেপির পক্ষ থেকে সিবিআই দাবিতে সরব হন বিধায়ক-নেতারা।

  • |
Google Oneindia Bengali News

জলপাইগুড়ি, ১ মার্চ : শিশুপাচারকাণ্ডে সিবিআই-এর দাবিটা আগেই উঠেছিল। সেই দাবি আরও জোরদার করল বিজেপি। এবার বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে বিজেপির পক্ষ থেকে সিবিআই দাবিতে সরব হন বিধায়ক-নেতারা। শিশুপাচারকাণ্ডের তদন্তে শুধু সিবিআই দাবি করেই ক্ষান্ত থাকেনি বিজেপি নেতৃত্ব। ইউটিউবেও সিবিআই দাবির ভিডিও ফুটেজ ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছে বিজেপি।[শিশুপাচারকাণ্ডের চাপ কাটাতে চিটফান্ড অস্ত্রে শান দিচ্ছে বিজেপি!]

প্রথমে শিশুপাচারকাণ্ডে নাম জড়ায় বিজেপি চিকিৎসক-নেতা দিলীপ ঘোষের। সেই অস্বস্তি কাটিয়ে ওঠার আগেই জলপাইগুড়িকাণ্ডে জড়িয়ে পড়ে বিজেপির মহিলা মোর্চা নেত্রী জুহি চৌধুরীর নাম। দু'জনেই গ্রেফতার হন। জুহি জড়িয়ে পড়তেই এই শিশু পাচারের ঘটনায় বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের নাম জড়িয়ে পড়ছে। এমতাবস্থায় বিজেপি শিশু পাচারকাণ্ডের জেরে ব্যাকফুটে চলে যাচ্ছিল রাজ্যে।[শিশুপাচার কাণ্ড : 'মমতার সরকারের বিরুদ্ধে মামলা করার জন্য তৈরি', বললেন রূপা গঙ্গোপাধ্যায়]

শিশুপাচারকাণ্ডে সিবিআই দাবি জোরদার করল বিজেপি, বিধানসভায় মিছিল

এই অস্বস্তি কাটিয়ে উঠতে সিবিআই তদন্ত দাবির রাস্তা নিল বিজেপি। বিশেষ করে তৃণমূলের একটা যোগসূত্র পেতেই বিজেপি রে-রে করে উঠেছে সিবিআই তদন্তের দাবিতে। প্রথমে জলপাইগুড়ির বিজেপি নেতা এই দাবি করেছিলেন। তখন তা রাজ্যস্তরের নেতা ততটা আমল দেননি। এর মধ্যেই গ্রেফতার হন শিশুপাচারকাণ্ডের মূল অভিযুক্ত চন্দন চক্রবর্তীর ভাই মানস ভৌমিক। তৃণমূলের সক্রিয় কর্মী। এই সূত্র পেতেই বিজেপি রাজ্য নেতৃত্ব সিবিআই দাবিতে সরব হয়।[শিশুপাচারকাণ্ডে জুহির গ্রেফতারের পর চাপ বাড়ল বিজয়বর্গীয়-রূপা-দিলীপদের]

বিধানসভা বিক্ষোভ দেখানো হয় দফায় দফায়। মিছিল করেন বিজেপি নেতা-নেত্রীরা। প্রত্যেকের হাতেই শিশুপাচারে সিবিআই দাবির প্ল্যাকার্ড। বিক্ষোভ প্রশমিত করতে ৩০ জন বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের জামিনে মুক্ত করে দেওয়া হয়।[শিশুপাচার চক্রে নাম জড়ালো রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাশ বিজয়বর্গীয়র, জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি]

এদিকে বিজেপি-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ইউটিউবে ভিডিও ফুটেজ পোস্ট করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে শিশুপাচারে ধৃত মানস ভৌমিকের ছবিটিকেই হাতিয়ার করছেন তিনি। ওই অনুষ্ঠানে মানসকে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল।

English summary
BJP demands CBI inquiry in child trafficking. They demand CBI to procession at Assembly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X