For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতর 'নকুলদানা'র পাল্টা রামপ্রসাদের 'লাড্ডু'! ভোট উত্তাপ তুঙ্গে বোলপুরে

বোলপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর বৃহস্পতিবার তার প্রচার শুরু করে লাড্ডু বিলি করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাম প্রসাদ দাস।

  • By Kaushik Dutta
  • |
Google Oneindia Bengali News

বোলপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর বৃহস্পতিবার তার প্রচার শুরু করে লাড্ডু বিলি করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাম প্রসাদ দাস। বুধবারই বোলপুর কেন্দ্রের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। এই কেন্দ্রে এবার তারা দাঁড় করাচ্ছে রাম প্রসাদ দাসকে। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের অধ্যাপক।

অনুব্রতর নকুলদানার পাল্টা রামপ্রসাদের লাড্ডু! বোলপুরে জোরকদমে চলছে প্রচার

ইতিমধ্যেই ভোটারদের নকুল দানা খাওয়ানোর কথা বলে বিতর্কে জড়িয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। তার সেই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরে তাকে শো কজ করা হয়। আর তার নির্বাচনী প্রচারের প্রথম দিনেই এলাকার মানুষদের মধ্যে লাড্ডু বিলি করলেন রাম প্রসাদ দাস। বলেন, 'যে কোনও শুভ কাজ শুরু করার সময় অনেক জায়গাতেই লাড্ডু বিলি করা হয়। এবারে নকুলদানা মানুষের মধ্যে কোনও প্রভাব ফেলবে না। এখানে যিনি নকুলদানার কথা বলে মানুষকে ভয় দেখানোর কথা বলছেন তাঁর দলকে মানুষ আর বিশ্বাস করে না। শুধু এখানেই নয় , অন্য জায়গাতেও মানুষ ভরসা রাখছেন বিজেপির ওপরেই'।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্র থেকে ৬৩০৬৯৩ ভোট পেয়ে ২৩৬১১৪ ভোটের ব্যবধানে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের অনুপম হাজরা। তিনিও ছিলেন বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের অধ্যাপক। তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করার পরে এখন অনুপম হাজরা বিজেপিতে। এবারের লোকসভা যুদ্ধে তিনি লড়ছেন যাদবপুর আসনে। আর বোলপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাঁরই সহকর্মীকে।

অনুব্রতর নকুলদানার পাল্টা রামপ্রসাদের লাড্ডু! বোলপুরে জোরকদমে চলছে প্রচার

গত ২০১৪ নির্বাচনে বোলপুর কেন্দ্রে লড়াই করে বিজেপির কামিনী মোহন সরকার পেয়েছিলেন ১৯৭৪৭৪ টি ভোট।
তবে তার পরে জেলায় নিজেদের দাপট অনেকটাই বাড়িয়েছে বিজেপি।

বিজেপি সুত্রে জানা গিয়েছে ,২০১৩ সালে রামপ্রসাদবাবু বিজেপির হাত ধরে রাজনীতিতে আসেন। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে এই জেলার দুবরাজপুর কেন্দ্র থেকে বিজেপির হয়েই লড়েছিলেন। এবার তাকেই দাঁড় করানো হয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রে। তার প্রতিপ্রক্ষ তৃণমূল কংগ্রেসের অসিত মাল।

English summary
BJP candidate Ramprasad Das dictributes Laddu , targets Anubrata Mondal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X