For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যারাকপুরের ভোটে কীভাবে চলল অপারেশন, নিজেই জানালেন অর্জুন সিং

ভোটের আগে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী নিজেই জানিয়েছিলেন প্রত্যেকবারের ভোটে তিনি নতুন অপারেশন করেন। আর ভোট কেটে যাওয়ার পর সেইঅপারেশন সম্পর্কে বিস্তারিত জানালেন।

Google Oneindia Bengali News

ভোটের আগে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী নিজেই জানিয়েছিলেন প্রত্যেকবারের ভোটে তিনি নতুন অপারেশন করেন। আর ভোট মিটে যাওয়ার পর সেই অপারেশন সম্পর্কে বিস্তারিত জানালেন অর্জুন সিং। তিনি বললেন, সব পুলিশ ও তৃণমূলের গুণ্ডাদের ব্যস্ত রেখে সাধারণ মানুষকে শান্তিতে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন।

ভোটের আগে নতুন অপারেশনের কথায় বিতর্ক

ভোটের আগে নতুন অপারেশনের কথায় বিতর্ক

ভোটের দুদিন আগে বারাসতে জেলাশাসকের অফিসে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে অর্জুন সিং বলেছিলেন প্রত্যেক নির্বাচনে তিনি অপারেশন বদল করেন।

এই বক্তব্যের জেরে বিতর্ক দেখা দেয়। তাঁর এই বক্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং সিপিএম-এরল তরফে অর্জুন সিংকে সারাদিন নজরদারিতে রাখার দাবি করা হয়েছিল।
একইসঙ্গে তিনি জানিয়েছিলেন নির্বাচনে জিততে ফুল কনফিডেন্স রয়েছে তাঁর।

নির্বাচন শেষে 'অপারেশন' প্রকাশ

নির্বাচন শেষে 'অপারেশন' প্রকাশ

নির্বাচন শেষে অর্জুন সিং বলেছেন, বাড়িতে বসে থাকলে তার ওপর আক্রমণ হত না। কিন্তু কর্মীদের মনোবল ভেঙে যেত। কর্মীদের পাশে দাঁড়ানোয় তারা লড়াই চালিয়েছেন। একথা উল্লেখ
করে অর্জুন সিং বলেছেন, সব পুলিশ ও তৃণমূলের গুণ্ডাদের ব্যস্ত রেখে সাধারণ মানুষকে শান্তিতে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন।

সারাদিনই শিরোনামে অর্জুন

সারাদিনই শিরোনামে অর্জুন

৬ মে ব্যারাকপুরে ভোটে সারাদিনই শিরোনামে ছিলেন অর্জুন সিং। প্রথমে ভোট বুথে এজেন্ট বসানো থেকে শুরু করে সমর্থকদের নিয়ে বুথে যাওয়া। বুথে গিয়ে তৃণমূলের এজেন্টের সঙ্গে তর্কে
জড়িয়ে পড়া। তাঁকে বুথে ঢুকতেও বাধা দেয় তৃণমূলের এজেন্ট। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। একসময় তাঁর মুখ ফেটে যায়। তবুও সেখানে তর্ক বাড়াননি কুশলী অর্জুন। ধাওয়া করেছেন ভুয়ো
ভোটারদের। তাঁর মতে এইভাবে সারাদিন তাঁকে নিয়ে ব্যস্ত ছিল পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা।

[আরও পড়ুন:কিভাবে 'ম্যাজিক ফিগার'-এ পৌঁছবে বিজেপি! ৫ দফা ভোটের পর সমীকরণ বাতলে দিলেন অমিত শাহ ][আরও পড়ুন:কিভাবে 'ম্যাজিক ফিগার'-এ পৌঁছবে বিজেপি! ৫ দফা ভোটের পর সমীকরণ বাতলে দিলেন অমিত শাহ ]

'আত্মবিশ্বাসী' অর্জুন

'আত্মবিশ্বাসী' অর্জুন

ভোটের পর জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী অর্জুন সিং। তিনি বলেন, মানুষ ভোট দিতে পেরেছে। বেশ কিছু জায়গায় ছাপ্পাও দিয়েছে তৃণমূল। তবে তাঁর মতে লড়াইটা
ছিল ৮০-২০। ফলে তৃণমবল ছাপ্পা দিয়েও কিছু করতে পারবে না বলে মনে করছেন তিনি।

[আরও পড়ুন:বালাকোটে এয়ারস্ট্রাইক নিয়ে উদাসীন মন্তব্য বিজেপি প্রার্থী সানি দেওলের! প্রচারে গিয়ে পড়লেন বিপাকে][আরও পড়ুন:বালাকোটে এয়ারস্ট্রাইক নিয়ে উদাসীন মন্তব্য বিজেপি প্রার্থী সানি দেওলের! প্রচারে গিয়ে পড়লেন বিপাকে]

English summary
BJP candidate Arjun Singh discloses his operation on the poll day in Barrackpur. 6th May wholethe day he was in the news.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X