For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনরায় ভোটগণনার দাবি বিজেপির! বাংলায় লোকসভার লড়াই এবার গড়াল আদালতে

ভোট মিটেছে। ফলাফলও ঘোষিত। তবু বিতর্ক থামেনি। থামেনি লড়াইও। জনমত নেওয়ার পর এবার ফলাফল নিয়ে লড়াই পৌঁছেছে আদালতে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

ভোট মিটেছে। ফলাফলও ঘোষিত। তবু বিতর্ক থামেনি। থামেনি লড়াইও। জনমত নেওয়ার পর এবার ফলাফল নিয়ে লড়াই পৌঁছেছে আদালতে। সেখানেই আরামবাগ লোকসভা কেন্দ্রে পুনরায় গণনা চাইলেন বিজেপি প্রার্থী। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিজেপি প্রার্থী তপন রায় এই কেন্দ্রে পুনরায় ভোট গণনার দাবি জানান।

পুনরায় ভোটগণনা চায় বিজেপি! লড়াই গড়াল আদালতে

আগামী ২৬ জুন বিচারপতি শেখর ববি সরাফের এজলাসে এই মামলার শুনানি হবে। সেদিনই স্পষ্ট হবে আরামবাগ লোকসভা কেন্দ্রের লড়াইয়ের গতিপ্রকৃতি কোন পথে। পুনরায় গণনা চেয়ে যে দাবি করেছেন বিজেপি প্রার্থী, সেই মামলা ওইদিনে শুনে হাইকোর্ট কোন চাঞ্চল্যকর রায় দেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বিজেপি আইনজীবী সেলের তরফে আইনজীবী ব্রজেশ ঝা জানান, ওই কেন্দ্রে মাত্র ১১৪২ ব্যাবধানে জয়ী হয় তৃণমূল। এরপরই গণনায় সমস্যা রয়েছে বলে কমিশনের কাছে অভিযোগ জানান তপনবাবু। গণনায় কিছু ত্রুটিও সেদিন ধরা পড়ে বলে জানান বিজেপি প্রার্থী। ভিভিপ্যাটের সমস্যার কথা তুলে ধরা হয়।

বিজেপি প্রার্থী বলেন, নির্বাচন কমিশন তাঁদের দাবিকে বিশেষ গুরুত্ব দেয়নি। তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারকে এই কেন্দ্রে বিজয়ী ঘোষণা করে। এরপরই আরামবাগ লোকসভা কেন্দ্রে পুনর্গণনার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তপনবাবু। সেই মামলার শুনানি ২৬ জুন।

English summary
BJP candidate appeals HC for re-counting of vote in Arambagh. Hearing of the suit will be on 26 June.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X