For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুগলিতে ব্যান্ডেলে লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর, অভিযোগ কাদের দিকে

প্রচারের জন্য হুগলির ব্যান্ডেলে একটি বাড়িতে আপাতত কয়েকদিন রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আর সেখানেই এদিন হামলা চালায় কয়েকজন। ঘরে ঢুকে টেলিভিশন, কম্পিউটার,ভাঙচুর করা হয় বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

প্রচারের জন্য হুগলির ব্যান্ডেলে একটি বাড়িতে আপাতত কয়েকদিন রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আর সেখানেই এদিন হামলা চালায় কয়েকজন। ঘরে ঢুকে টেলিভিশন, কম্পিউটার,ভাঙচুর করা হয় বলে খবর। ঘটনার কথা শুনে সাংবাদিকরা সেখানে গেলে তাঁরাও আক্রান্ত হন।

হুগলিতে ব্যান্ডেলে লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি ভাঙচুর, অভিযোগ কাদের দিকে

ব্যান্ডেলের লিচুবাগানের এক বিজেপি কর্মীর বাড়িতে আপাতত রয়েছেন লকেট। শুক্রবার সেখান থেকে বেরিয়ে চুঁচুড়ার কয়েকটি জায়গায় প্রচারের কথা ছিল প্রার্থীর। এদিন সকালে তিনি ব্যান্ডেলের ওলাইচণ্ডীতলার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরুর দিকে এগোর পরিকল্পনা ছিল লকেটের।এরপরই খবর আসে লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলা হয়েছে।দরজার কাচ ভেঙে দেওয়া হয়। ছোড়া হয় ঢিল, ইট।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচন মানে কি শুধুই জাতীয়? পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা ][আরও পড়ুন:লোকসভা নির্বাচন মানে কি শুধুই জাতীয়? পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা ]

বিজেপির দাবি তৃণমূল আশ্রিত কয়েকজন গুণ্ডা এই কাজ করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি সেখানে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এমন ঘটনা ঘটেছে। লকেটের প্রার্থী পদ নিয়ে অনেকদিন ধরেই বিজেপির অন্দরে কলহ ছিল বলে দাবি তৃণমূলের । আর সেই থেকেই এই হামলা।

[আরও পড়ুন: এখনই পাঁচে পাঁচ, মমতার সোজা অঙ্ক 'বাংলা সাল ২০২৬, বাংলায় হবে ৪২-এ ৪২'][আরও পড়ুন: এখনই পাঁচে পাঁচ, মমতার সোজা অঙ্ক 'বাংলা সাল ২০২৬, বাংলায় হবে ৪২-এ ৪২']

English summary
BJP candiadate Locket Chatterjee house in Hooghly ransacked .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X