For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভন-বৈশাখী জুটিকে সামনে রেখে কলকাতা-বিজয়ে বিজেপি! তৈরি একুশের পরিকল্পনা

বহু আবেদন-নিবেদনের পর বিজেপিতে সক্রিয় হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েই বিজেপির ডাকে প্রথম কর্মসূচিতে অংশ নেবেন তিনি। লক্ষ্য কলকাতা পুরসভা ভোট।

Google Oneindia Bengali News

বহু আবেদন-নিবেদনের পর বিজেপিতে সক্রিয় হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েই বিজেপির ডাকে প্রথম কর্মসূচিতে অংশ নেবেন তিনি। লক্ষ্য কলকাতা পুরসভা ভোট। ২০২১-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'স্নেহের কানন'কে দিয়েই তৃণমূলকে মোক্ষম আঘাত দেওয়ার একটা পরিকল্পনা করেছে গেরুয়া শিবির।

শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগিয়ে ছোট লালবাড়ির দখল!

শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগিয়ে ছোট লালবাড়ির দখল!

একুশের বিধানসভা ভোটের আগেই কলকাতা পুরসভা ভোট হতে চলেছে। এবার কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগিয়ে ছোট লালবাড়ির দখল নিতে চাইছে বিজেপি। সেই অর্থে কলকাতায় বিজেপির কোনও বড় মুখ নেই। তাই প্রাক্তন তৃণমূল নেতাকে দিয়েই উদ্দেশ্য সাধনে নেমে পড়েছে বিজেপি।

মুকুল রায়ের ঘরে বসবেন শোভন-বৈশাখী, সেজে উঠেছে অফিস

মুকুল রায়ের ঘরে বসবেন শোভন-বৈশাখী, সেজে উঠেছে অফিস

সম্প্রতি শোভন ও বৈশাখীকে নতুন পদে অভিষিক্ত করা হয়েছে। শোভন বিজেপিতে যোগ দেওয়ার সাড়ে ১৬ মাস পরে পদ পেয়েছেন। তাঁকে কলকাতার পর্যবেক্ষক করা হয়েছে। আর শোভনের দাবি মেনে বান্ধবী বৈশাখীকেও সহ আহ্বায়ক করা হয়েছে। তারপর তাঁদের জন্য নির্ধারিত হয়েছে অফিস। মুকুল রায়ের ঘরে বসবেন শোভন-বৈশাখী। তাই সেজে উঠেছে মুরলিধর লেনের অফিস।

সামনে শোভন! কলকাতার সংগঠনকে চাঙ্গা করাই বিজেপির উদ্দেশ্য

সামনে শোভন! কলকাতার সংগঠনকে চাঙ্গা করাই বিজেপির উদ্দেশ্য

শোভন চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার মেয়র ছিলেন দীর্ঘদিন। তারপর দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতির দায়িত্বও সামলেছিলেন। ছিলেন একাধিক দফতরের মন্ত্রী। এমন অভিজ্ঞ নেতাকে কাজে লাগিয়ে কলকাতার সংগঠনকে চাঙ্গা করাই বিজেপির উদ্দেশ্য। সামনেই একুশের বিধানসভা। তার আগে হতে পারে কলকাতা পুরসভার ভোটও।

একুশের আগেই সংগঠনকে শক্তপোক্ত করে তোলাই লক্ষ্য দিলীপের

একুশের আগেই সংগঠনকে শক্তপোক্ত করে তোলাই লক্ষ্য দিলীপের

কলকাতায় এমনিতেই পায়ের তলার জমি শক্ত নয় বিজেপির। শোভনকে কাজে লাগিয়ে একুশের আগেই সংগঠনকে শক্তপোক্ত করে তুলতে চান দিলীপ ঘোষরা। তাই তড়িঘড়ি শোভনের দাবি মেনে বৈশাখীকেও পদ দেওয়া হয়েছে। তাঁদেরকে অনতিবলম্বে ময়দানে নামাতে চাইছে বিজেপি। কেননা আর সাকুল্যে তিন মাস সময়।

কলকাতা জোনের ৫১টি বিধানসভা আসনের চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি

কলকাতা জোনের ৫১টি বিধানসভা আসনের চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি

অমিত শাহ সম্প্রতি বিজেপিকে ২০০ আসনের টার্গেট দিয়ে গিয়েছেন। সেটা বাস্তবায়িত করতে হল কলকাতা-সহ শহরতলির জেলাগুলিতেও ভালো ফল করতে হবে বিজেপিকে। কলকাতা জোনের ৫১টি বিধানসভা আসনের চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। সেই কারণেই শোভন একচটি বেসক্যাম্প বা ওয়ার্কস্টেশনে বসবেন। সেখানে যোগদানও করানো যাবে। পুরো বিষয়টা পর্যবেক্ষণে রাখবেন শোভন।

কলকাতাকে পাখির চোখ করে শোভন চট্টোপাধ্যায়কে বিশেষ দায়িত্ব

কলকাতাকে পাখির চোখ করে শোভন চট্টোপাধ্যায়কে বিশেষ দায়িত্ব

কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার শহর লাগোয়া কেন্দ্রগুলিতে পাখির চোখ করে শোভন চট্টোপাধ্যায়কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনে গত লোকসভা ভোটে ভালো ফল করতে পারেনি বিজেপি। কলকাতার ১১টি আসনেও স্বল্প ব্যবধানে কোথাও কোথাও এগিয়ে থাকলেও ভালো ফল হয়নি। ভালো ফল হয়নি দমদমেও।

তৃণমূলত্যাগীদের প্রয়োগ করে একুশে চমক দেওয়াই লক্ষ্য বিজেপির

তৃণমূলত্যাগীদের প্রয়োগ করে একুশে চমক দেওয়াই লক্ষ্য বিজেপির

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবজিৎ সরকার, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শঙ্কুদেব পাণ্ডাদের কাজে লাগিয়ে বিজেপি ড্যামেজ কন্ট্রোলের কাজ শুরু করে দিতে চাইছে। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পাশাপাশি বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তও রয়েছেন। বিজেপির হাতে থাকা অস্ত্রকে প্রয়োগ করে একুশে চমক দেওয়াই এখন লক্ষ্য। কলকাতা জোনের মাথার উপরে বসানো হয়েছে সুনীল বনশলকে।

শোভন-বৈশাখী বাইক মিছিলের নেতৃত্বে, লক্ষ্য কলকাতা জয়

শোভন-বৈশাখী বাইক মিছিলের নেতৃত্বে, লক্ষ্য কলকাতা জয়

সাড়ে ১৬ মাস পর শোভন বিজেপিতে সক্রিয় হওয়ার অনুষ্ঠানও তাই ঘটা করে করছে বিজেপি। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাইক মিছিল করা হবে। শোভন-বৈশাখী এই বাইক মিছিলের নেতৃত্বে থাকবেন। স্বভাবকই এই মিছিল করে শোভন জানিয়ে দেবেন, এবার তিনি তাঁর পুরনো দলের বিরুদ্ধে ময়দানে নামছেন। কলকাতা পুরভোটের লড়াই হোক বা একুশের বিধানসভা খুব সহজ হবে না তৃণমূলের।

English summary
BJP arranges bike rally with Sovan Chatterjee and Baishakhi Banerjee to win in Kolkata against TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X