For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু-গড়েও চোখ রাঙাচ্ছে বিজেপি! সেই সুযোগে পার্টি অফিস উদ্ধার সিপিএমের

তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠল‌ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির কন্ঠিবাড়ি এলাকা। শনিবার দুপুরে দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠল‌ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির কন্ঠিবাড়ি এলাকা। শনিবার দুপুরে দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। বিজেপি নেতা তাপস দলুইয়ের অভিযোগ, নরেন্দ্র মোদীর সমর্থনে এলাকায় মিছিল করার অপরাধে সনৎ মাইতি নামে বিজেপি কর্মীকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আটকে রাখা হয়।

শুভেন্দু-গড়েও চোখ রাঙাচ্ছে বিজেপি! খেজুরিতে সংঘর্য

বিজেপির অভিযোগ, নরেন্দ্র মোদি যেদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সেদিনই এলাকায় মিছিল হয়েছিল। তারপর বিজেপি কর্মীকে আটকে রাখার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করা হয় বলে পাল্টা অভিযোগ। এই ঘটনায় ধুন্ধুমার বেধে যায়। খবর পেয়ে এলাকায় আসে খেজুরি থানার পুলিশ। পুলিশ এসে গ্রামবাসীদের হটাতে লাঠিচার্জ করে বলেও অভিযোগ।

এই সময় গ্রামবাসীরা পুলিশের ‌একটি গাড়িতে ভাঙচুর করে রাস্তার পাশে খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও পুলিশ ‌নিয়ে‌ আসা হয়। এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক ‌রণজিৎ মণ্ডলের অভিযোগ, সনৎ মাইতির নেতৃত্বে বিজেপির লোকেরা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ বেরার বাড়িতে হামলা চালিয়ে আগুন লাগানোর চেষ্টা করে।

অভিযোগ, সেইসময় স্থানীয় মানুষের হাতে ধরা পড়ে যায় সনৎ মাইতি নামে ওই যুবক। তাকে ছাড়াতে এসে বিজেপির লোকেরা তৃণমূল কংগ্রেসের লোকদের ওপর হামলা চালায় এবং তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর করে। পুলিশের গাড়িতেও ‌ভাঙচুর করে। তাঁর অভিযোগ, যারা এক সময় সিপিএম ছিল তারাই এখন বিজেপি দলে নাম লিখিয়ে শান্ত খেজুরিকে অশান্ত করার চেষ্টা করছে।

অন্যদিকে ২০১৬ সালে পাঁশকুড়ার রাতুলিয়ার পার্টি অফিস পুনরুদ্ধার করে সিপিএম। অভিযোগ, তৃণমূল কংগ্রেস এই পার্টি অফিস দখল করে নিয়েছিল। এদিন সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে তা পুনরুদ্ধার করে সিপিএম।

English summary
BJP and TMC clash occurs in Subhendu Adhikari’s fortress Khejuri. CPM rescues party office in Panskura.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X