বিজেপির পার্টি অফিসে হামলা! অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ডায়মন্ডহারবার
ডায়মন্ডহারবারের বিজেপির পার্টি অফিসে হামলা। বিজেপি-র কর্মী-সমর্থকদের অভিযোগ, শনিবার রাতে প্রায় ৫০ থেকে ৬০ জন হামলাকারী মুখে কালো কাপড় বেধে পার্টি অফিসে হামলা চালায়। এসম্পর্কে বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার পুরসভার নয় নম্বর ওয়ার্ডে বিজেপির পার্টি অফিস। সেই পার্টি অফিসেই শনিবার রাতে হামলা চালানো হয়। আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি আলমারি তছনচও করে বলে অভিযোগ। আরমারি থেকে নথি লুঠ করা হয়েছে বলেও অভিযোগ। পার্টি অফিসে থাকা বিজেপি-র দলীয় পতাকা ও পোস্টার পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বিজেপির কর্মী-সমর্থকরা। হামলাকারীরা বাইকে করে এসেছিল বলে জানিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
বিজেপির দাবি, শনিবার মেয়ো রোডে অমিত শাহের সভায় যোগ দিতে ডায়মন্ডহারবার থেকে গিয়েছিলেন বেশ কয়েকশো জন। যার জেরেই এই হামলা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, রাজনৈতিক কারণেই অভিযোগ করা হচ্ছে।