For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুং-রাজের অবসান! বিনয়কে বোড়ে সাজিয়ে পাহাড় এখন হাতের মুঠোয় মমতার

এখন বিমল গুরুংয়ের প্রবেশাধিকারই নেই পাহাড়ে। শুধু তাই নয়, পাহাড়ে ক্রমশ নিঃসঙ্গ হতে শুরু করেছেন গুরুং। গুরুংপন্থীরা এখন ভিড়ছেন বিনয় তামাংয়ের দিকে।

  • |
Google Oneindia Bengali News

পাহাড়ে এবার মমতা-রাজ। তাঁর এক চালেই মাত গুরুং। বিমল গুরুংকে পাহাড় ছাড়া করার পর এবার পাহাড়ের সমস্ত পুরসভাই দখল নিয়ে নিয়েছেন বিনয় তামাংপন্থীরা। কার্শিয়াং ও দার্জিলিং আগেই হাতছাড়া হয়ে গিয়েছিল, এবার কালিম্পংও বিনয় তামাং-অনীত থাপাদের দখলে চলে এল। পাহাড়ে এখন বিমল গুরুংয়ের রাজত্ব শেষ। বিনয় তামাংই পাহাড়ের নেতা। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়।

গুরুং-রাজের অবসান! বিনয়কে বোড়ে সাজিয়ে পাহাড় এখন হাতের মুঠোয় মমতার

গোর্খাল্যান্ড আন্দোলনকে হাতিয়ার করেই পাহাড়ের সম্রাট হয়ে উঠেছিলেন বিমল গুরুং। সেই পাহাড়ে আন্দোলনেই তাঁকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিল। এখন বিমল গুরুংয়ের প্রবেশাধিকারই নেই পাহাড়ে। শুধু তাই নয়, পাহাড়ে ক্রমশ নিঃসঙ্গ হতে শুরু করেছেন গুরুং। গুরুংপন্থীরা এখন ভিড়ছেন বিনয় তামাংয়ের দিকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বিনয় তামাংকে ঘুঁটি করেই পাহাড় থেকে বিমল গুরুংকে তাড়িয়ে ছেড়েছেন। তারপর বিনয় তামাংকে পাহাড় বোর্ডের চেয়ারম্যান করে গুরুংয়ের ক্ষমতাহরণের খেলায় মেতেছেন মুখ্যমন্ত্রী। গুরুংয়ের খাসতালুক দার্জিলিং পুরসভার ১৯ জন কাউন্সিলর বিনয় শিবিরে নাম লিখিয়েছেন। ফলে বিনয়পন্থীদের দখলে চলে আসে পুরসভা।

একইভাবে কার্শিয়াং পুরসভার সমস্ত কাউন্সিলর বিনয়কে সমর্থন জানিয়েছেন। ফলে কার্শিয়াংও বিনয়ের হাতে চলে এসেছে। বাকি ছিল কালিম্পং পুরসভা। সেখানেও বিনয় তামাং-অনীত থাপারা ঢুকে পড়েছেন। কালিম্পং পুরসভার কাউন্সিলররা বিনয় শিবিরে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। বিনয় তামাং তাঁদের নিয়ে বুধবার মিছিল করেছেন কালিম্পংয়ে।

কালিম্পংয়ে বিমল গুরুংয়ের ডানহাত ছিলেন স্যামুয়েলস। তাঁর হাত ধরেই কালিম্পংয়ে সংগঠন মজবুত করেছিলেন। সেই স্যামুয়েলই বিমল গুরুংয়ের শিবির ছেড়ে যোগ দিয়েছেন বিনয তামাংয়ের শিবিরে। তাতেই কালিম্পংয়ে পালা বদলের শুরু। আগেই পাহাড়ের বিধায়ক রোহিত শর্মা বিনয় তামাংকে সমর্থন করেছিলেন। এবার বিনয়-অনীতের শিবিরে যোগ দিতে চলেছেন বিধায়ক অমর সিং রাই ও সরিতা সিং রাই।

১০৪ দিন বনধ থাকার পর পাহাড়ে আপাতত শান্তি ফিরেছে। পাহাড়ের বোর্ডের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বিনয় তামাংকে। বিনয় তামাং এখন পাহাড়ের ক্ষমতায়। তা হয়েছে মমতার সৌজন্যে। সেই কারণেই পাহাড়ের পুরসভাগুলি বিনয় তামাংপন্থীদের দখলে চলে আসার অর্থ, মমতার হাত শক্ত হওয়া। মিরিক তো তৃণমূলের দখলেই ছিল। এবার বাকিগুলিও চলে এল মমতার 'ডান হাত' বিনয়ের দখলে। আসন্ন নির্বাচনগুলিতে পাহাড়ে তাই অ্যাডভান্টেজ মমতা। পাহাড়ে পিছু হটছে বিজেপি।

English summary
Binoy Tamang snatches the hill municipality board from Bimal Gurung
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X