For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা মোর্চার বিনয়-গোষ্ঠীর, সংঘাত অব্যাহত গুরুংপন্থীদের

পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা মোর্চার বিনয়-গোষ্ঠীর, সংঘাত অব্যাহত গুরুংপন্থীদের

Google Oneindia Bengali News

একুশের বিধানসভা নির্বাচনে পাহাড়ের তিনটি আসন বাদ দিয়ে বাকি ২৯১টি আসনে প্রার্থিী তালিকা ঘোষণা করে দেয় তৃণমূল। রবিবার পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় গোষ্ঠী। এখন গোর্খা জনমুক্তি মোর্চার গুরুং গোষ্ঠী পাল্টা প্রার্থী ঘোষণা করেন কি না, তা-ই দেখার।

পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার কে প্রার্থী কোথায়

পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার কে প্রার্থী কোথায়

বিনয় তামাং এদিন প্রার্থী ঘোষণা করে জানান, কালিম্পংয়ে দলের প্রার্থী হয়েছেন রুদেন লেপচা, দার্জিলিংয়ে প্রার্থী হয়েছে রাজ পোখরাল এবং কার্শিয়াং-এ প্রার্থী হয়েছেন তশরিং লামা দাহাল। বিনয়ের প্রার্থী তালিকা প্রকাশের পর বিমল গুরুং কী অবস্থান নেন, তার উপরই নির্ভর করছে পাহাড়ের সমীকরণ।

গোর্খা জনমুক্তি মোর্চার অন্দরের কোন্দলে চিন্তায় তৃণমূল

গোর্খা জনমুক্তি মোর্চার অন্দরের কোন্দলে চিন্তায় তৃণমূল

বিমল গুরুং পাহাড়ে ফিরেই বিজেপিতে ছেড়ে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। প্রার্থী তালিকা ঘোষণার দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পাহাড়ের তিনটি আসনে লড়বে তাঁদের বন্ধু শক্তি গোর্খা জনমুক্তি মোর্চা। এখনও গোর্খা জনমুক্তি মোর্চার অন্দরের কোন্দল মেটেনি।

বিমল বনাম বিনয় বিজেপিকে শক্তি জোগাবে একুশের ভোটে

বিমল বনাম বিনয় বিজেপিকে শক্তি জোগাবে একুশের ভোটে

গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় গোষ্ঠীর এই একতরফা প্রার্থী ঘোষণা নিশ্চয়ই মানবেন না বিমল গুরুং। তাই বিমল গুরুং শিবির প্রার্থী ঘোষণা করলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোন প্রার্থীকে সমর্থন করবে, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। তার থেকেও বড় কথা মোর্চার ভোট ভাগ হয়ে যাবে, যা বিজেপিকে সাহায্য করবে।

বিমল গুরুং ও বিনয় তামাংকে একত্রিত করার চেষ্টা মমতার

বিমল গুরুং ও বিনয় তামাংকে একত্রিত করার চেষ্টা মমতার

তারপর বিমল গুরুং প্রার্থী ঘোষণা করলে তৃণমূল তাঁদের সমর্থন করবে এটাই স্বাভাবিক। তখন বিনয় গোষ্ঠীর প্রার্থীকে বিজেপি সমর্থন করে কি না বা বিজেপির সঙ্গে কোনও সমঝোতা হয় কি না, সেদিকেও সজাগ দৃষ্টি রয়েছে রাজনৈতিক মহলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখনও বিমল গুরুং ও বিনয় তামাংকে একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

যেখানেই প্রকল্প, সেখানেই তৃণমূলের দুর্নীতি! ভোটের বাংলায় মমতাকে নিশানা মোদীর যেখানেই প্রকল্প, সেখানেই তৃণমূলের দুর্নীতি! ভোটের বাংলায় মমতাকে নিশানা মোদীর

English summary
Binoy Tamang announces candidates of three seats of hill for West Bengal Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X