For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যমের দুয়ারে পড়ল কাঁটা...., যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে ভাইফোঁটা নিলেন বিমান বসু

যমের দুয়ারে পড়ল কাঁটা...., যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে ভাইফোঁটা নিলেন বিমান বসু

Google Oneindia Bengali News

ভাইয়ের মঙ্গল কামনা করে ফোঁটা দিচ্ছেন বোনেরা। বৃহস্পতিবার ভাইফোঁটা নিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সকাল সকাল তিনি যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে চলে যান। সেখানেই তিনি ভাইফোঁটা নেন। আগে থেকেই যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন প্রস্তুত ছিলেন। ছোট থেকে বড় সবাই সিপিএম নেতা বিমান বসুকে ভাইফোঁটা দেন। ঊলুধ্বনিতে ভরে ওঠে যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন।

যমের দুয়ারে পড়ল কাঁটা...., যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে ভাইফোঁটা নিলেন বিমান বসু

বৃহস্পতিবার অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁদের বোনের কাছে ফোঁটা নেন। তবে বিমান বসু শ্রমজীবী ক্যান্টিনে চলে যান ভাইফোঁটা উপলক্ষ্যে। অন্যদিকে, বিজেপির সদর দফতরে বুধ ও বৃহস্পতিবার ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানেও বিজেপির বিভিন্ন নেতা-নেত্রীরাও ভাইফোঁটার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যসভাপতি রাহুল সিনহা।

বৃহস্পতিবার সকাল থেকেই বাংলার মিষ্টির দোকানে লম্বা লাইন দেখতে পাওয়া যায়। বাঙালির শুভ অনুষ্ঠান মিষ্টি ছাড়া সম্পন্ন হয় না। সেখানেই ভাইয়ের মঙ্গল কামনার জন্য ভাইফোঁটাতে মিষ্টি প্রয়োজন। মিষ্টি মুখের পাশাপাশি থাকে ভুরিভোজের আয়োজন। মাংসের দোকানেও লাইন চোখে পড়ার মতো। বৃহস্পতিবার সকাল থেকেই বাঙালির ঘরে ঘরে ঊলুধ্বনি আর শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে। উপহার, খাওয়া দাওয়া, আবদার মিলেমিশে ভাইফোঁটায় মেতে উঠেছে বাঙালিরা।

কাজের চাপ, ছুটির অভাবে অনেক ক্ষেত্রে ভাইদের থেকে অনেকটা দূরে রয়েছে বোনেরা। তাই দুধের সাধ ঘোলে মেটাতে অনেকেই ভার্চুয়াল ভাইফোঁটার শরণাপন্ন হয়েছেন। অনেকে আবার দেওয়ালে ভাইয়ের নামে ফোঁটা দিচ্ছেন। উপহার চলে যাচ্ছে অনলাইনে। উপায় তো নেই। তবে আশা, পরেরবার ভাইয়ের কপালেই ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা ফেলতে পারবে বোনেরা।

বাঁশদ্রোনীর নবনীড় বৃদ্ধাশ্রমে নিয়ম মেনে প্রতিবছরের মতো এবারেও ভাইফোঁটার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়াও টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। সেখানে বৃদ্ধাশ্রমের বৃদ্ধারা অরূপ বিশ্বাসকে ফোঁটা দেন। আশীর্বাদ করেন। ফুলের তোড়া দিয়ে অরূপ বিশ্বাসকে শুভ কামনা জানান।

এছাড়াও রাজনৈতিক দলগুলো একাধিক জায়গায় ভাইফোঁটার আয়োজন করে। নেতানেত্রীদের পাশাপাশি বিনোদন জগতের তারকারা নিজেদের ভাইবোনেদের কাছে ছুটেছেন। বিশ্বাস, ভরসা, ভালোবাসা, মঙ্গলকামনার ঊলুধ্বনিতে ভরে উঠেছে বাংলার বাতাস। তবে অনেকে প্রতিপদে ভাই ফোঁটা দেন। বুধবার অনেকেই ভাইফোঁটার আয়োজন করেন। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে ভাই-বোনেদের ছবিতে। ভাইফোঁটার অনুষ্ঠানের ছবি তারকা থেকে সাধারণ মানুষ নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন।

English summary
Biman Basu celebrates Bhai fota at Shramajibi canteen in Jadavpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X