For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙারা কিনে ফিরতেই অপহরণের চেষ্টা, বাধা পেয়ে তরুণীর শরীরে বুলেট গেঁথে দিল দুই জন

রাত ৯টা। সোনারপুরের গোড়খাড়ার ঘোষপাড়ায় মিষ্টির দোকান থেকে সিঙ্গারা কিনছিলেন পূজা মহাজন। কেনাকাটা শেষে বাড়ির রাস্তা ধরতেই ঘনিয়ে আসে বিপদ। আচমকাই পাশে এসে দাঁড়ায় একটি পালসার মোটর বাইক।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

রাত ৯টা। সোনারপুরের গোড়খাড়ার ঘোষপাড়ায় মিষ্টির দোকান থেকে সিঙ্গারা কিনছিলেন পূজা মহাজন। কেনাকাটা শেষে বাড়ির রাস্তা ধরতেই ঘনিয়ে আসে বিপদ। আচমকাই পাশে এসে দাঁড়ায় একটি পালসার মোটর বাইক। তাতে থাকা দুই জন পূজার হাত ধরে টানার চেষ্টা করে। এমনকী তাঁকে মোটর-বাইকে তোলার চেষ্টা করা হয়। পূজা বাধা দিতেই বেরিয়ে আসে পিস্তল। মোটরবাইকে থাকা দুইজনেই পূজাকে গুলি করে। রক্তাক্ত পূজা এরপর সেখানেই লুটিয়ে পড়ে।

সোনারপুরের এই হাড়হিম করা ঘটনায় আতঙ্ক

ঘটনাস্থলের কাছেই একটি ক্লাব ছিল। গুলির শব্দ শুনে সেখান থেকে বেরিয়ে আসেন সদস্যরা। তাঁদেরকেই নাকি পূজা জানান মোটারবাইকে থাকা দু'জন তাঁকে অপহরণের চেষ্টা করছিল। না পেরে গুলি করে। এরপরই তড়িঘড়ি পূজাকে প্রথমে মহামায়াতলায় হিন্দুস্থান নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু, তারা পূজাকে ভর্তি করতে অস্বীকার করে। এরপর পিয়ারলেস হাসপাতালে ভর্তি করানো হয়। পিয়ারলেস হাসপাতালে চিকিৎসা হলেও পূজার অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

ঘোষপাড়ায় যেখানে এই ঘটনা সেখানে স্ট্রিট লাইটগুলো দীর্ঘদিন ধরেই জ্বলে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ফলে পূজাকে গুলি করার ঘটনা কারোরই নজরে আসেনি। এমনকী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সমর্থ হয় বন্দুকবাজরা। পূজাকে যেখানে গুলি করা হয়েছিল সেখানে রক্তে ভেসে গিয়েছিল। আপাতত সেখানে বালু ছিটিয়ে রেখেছেন বাসিন্দারা।

ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ। যেখানে পূজাকে গুলি করা হয়েছে সেখান থেকে তাঁর বাড়ি কয়েক শ'গজের মধ্যে। রাতেই ঘটনাস্থলে যান বারুইপুরের পুলিশ সুপার অজয় প্রসাদ। পূজা স্নাতক স্তরের পড়াশোনার সঙ্গে সঙ্গে সঙ্গে একটি বেসরকারি সংস্থাতেও কাজ করেন। যারা গুলি চালাল তারা কি পূজার পরিচিত? তাও তদন্ত করে দেখছে পুলিশ।

English summary
A girl is critical after got bullet injury in head. Eye witness said that bikers came to shoot her when he was buying samosa in a local sweets shop.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X