For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Bhawanipore Bypoll: বিজেপি সাংসদদের উপর হামলার জের! সাড়ে ৬টা থেকেই ১৪৪ ধারা জারি ভবানীপুর বিধানসভায়

সোমবার ছিল ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষদিন। আর শেষদিনে প্রচারে বেরিয়ে আক্রান্ত হতে হয় দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতাকে। কোনও রকমে কার্যত প্রাণ হাতে বের হন অর্জুন সিং। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের

  • |
Google Oneindia Bengali News

সোমবার ছিল ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষদিন। আর শেষদিনে প্রচারে বেরিয়ে আক্রান্ত হতে হয় দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতাকে। কোনও রকমে কার্যত প্রাণ হাতে বের হন অর্জুন সিং। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে।

 সাড়ে ৬টা থেকেই ১৪৪ ধারা জারি ভবানীপুর বিধানসভায়

আর এই ঘটনার পরেই আইনশৃঙ্খলা নিয়ে তোপ দাগেন দিলীপ ঘোষ। এমনকি ভোট স্থগিতেরও দাবি জানান তিনি। আর সবদিক বিচার করে বিধানসভা উপনির্বাচনের আগে ১৪৪ জারি করল নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার সন্ধা সাড়ে ৬ টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে গোটা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পাশাপাশি বাহিনীর রুট মার্চ চালানোর কথা বলা হয়েছে। যদিও সোমবারের ঘটনার পরেই গোটা ভবানীপুর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন এলাকাতে কর্ডন করে দেওয়া হয়েছে।

কাউকে ঢুকতে-বের হতে গেলেও পুলিশের কাছে তথ্য দিতে হচ্ছে। তবে ১৪৪ ধারা জারির হয়ে যাওয়ার পর থেকে আরও কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে। যে কোনও ধরনের জটলা, আড্ডা এই সমস্ত বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর ভোট না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

সোমবার ভবানীপুরে প্রচারে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ। যেভাবে তাঁকে ঘিরে ফেলা হয় তাঁকে তাতে প্রাণসংশয় পর্যন্ত ঘটতে পারত। এমনটাই আশঙ্কা প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভবানীপুর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন সেখানে এই ঘটনাতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

যেখানে প্রচার করার অধিকার নেই একজন সাংসদের সেখানে সাধারণ মানুষ কীভাবে ভোট দিতে বের হবে তা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষের। এমনকি এই বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। আর এই দাবিতে ভোট স্থগিতের দাবিও জানানো হয় বিজেপির তরফে।

আর এই দাবি নিয়েই কমিশনের দ্বারস্থ হন বিজেপি নেতারা। সাংবাদিক বৈঠকে স্বপন দাশগুপ্ত জানান, ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনের দিন ভবানীপুর কেন্দ্রে ১৪৪ ধারা জারি করতে হবে। কোনও বিশেষ রাস্তায় নয়, পুরো ভবানীপুরে আমরা ১৪৪ ধারা দাবি করছি। একইসঙ্গে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী রাখার কথাও জানানো হয়।

বিজেপির প্রতিনিধি দল এদিন নির্বাচন কমিশনে গিয়ে দাবি জানায়, কলকাতা পুলিশকে ভবানীপুরে নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। পরিবর্তে বুথরে ভিতরে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। সম্প্রতি, বিজেপি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ করেছে যে, তাঁদের ভবানীপুরের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল কলকাতা পুলিশের সাউথ ডিসিপি শ্লীলতাহানির শিকার হয়েছেন।

সবদিক ভেবে ভোটের আগে গোটা বিধানসভা জুড়ে ১৪৪ ধারা জারি করা হল কমিশনের তরফে। উল্লেখ্য, নন্দীগ্রামেও ভোটের আগে নিরাপত্তার জন্যে ১৪৪ ধারা জারি করা হয়।

English summary
Bhabanipur Bypolls: 144 IPC imposed in Bhabanipore ine day before By Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X