For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ তারিখে মিষ্টিহীন হবে বাংলা, মোদীর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

ছানাজাত মিষ্টির ওপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে আগামী ২১শে অগাস্ট একদিনের ধর্মঘটের ডাক দিলেন রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীরা। ২৪ থেকে ২৬শে অগাস্ট পর্যন্ত শহরে রিলে অনশন।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ছানাজাত মিষ্টির ওপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে আগামী ২১শে অগাস্ট একদিনের ধর্মঘটের ডাক দিলেন রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীরা। ওইদিন রাজ্যের সমস্ত মিষ্টির দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছন মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির কর্তারা।

২১ তারিখে মিষ্টিহীন হবে বাংলা, মোদীর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

২১ তারিখ ধর্মঘট পালনের পর ২৪ থেকে ২৬শে অগাস্ট পর্যন্ত শহরে রিলে অনশন করা হবে বলে জানিয়েছেন তাঁরা। মিষ্টান্ন ব্য়বসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দই ও পনিরকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে, কিন্তু অন্যান্য মিষ্টির ওপর ৫ শতাংশ জিএসটি বসেছে। ছানা থেকে তৈরি মিষ্টি একদিনের বেশি রাখা যায় না, তাই ছানাজাত মিষ্টিকে গোড়া থেকেই জিএসটির আওতার বাইরে রাখার দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। কিন্তু কেন্দ্রীয় সরকার তা না করায়, এবার আন্দোলনে নামছেন রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীরা।

রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীরা জানাচ্ছেন, জিএসটির ফলে বিক্রি কমেছে মিষ্টির। এই অবস্থায় ছানাজাত মিষ্টি রোজই নষ্ট হচ্ছে। বিপুল ক্ষতি হচ্ছে তাঁদের। একদিনের ধর্মঘটের পরেও কেন্দ্রের টনক না নড়লে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রাস্তায় হাঁটবেন বলে জানিয়ে দিয়েছেন মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির কর্তারা।

[আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামী কেক তৈরি হল আমিরের সিনেমার নামে, ভিডিও দেখলে অবাক হবেন][আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামী কেক তৈরি হল আমিরের সিনেমার নামে, ভিডিও দেখলে অবাক হবেন]

English summary
Sweet traders association of West Bengal will observe strike on 21st August in protesting GST.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X