For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুগত ১০ অফিসারকে পুরস্কার দেবেন মমতা, ক্ষোভ আমলা মহলে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা
কলকাতা, ১৪ অগস্ট: শাসক দলের কাছে আনুগত্য দেখিয়েছেন। এখনও দেখাচ্ছেন। তাই স্বাধীনতা দিবসে ছ'জন আইপিএস এবং চারজন আইএএস অফিসারকে পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এঁদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। রাজ্য প্রশাসনে আরও অনেক প্রবীণ তথা যোগ্য অফিসার থাকতে শুধু এই দশজনকে বেছে নেওয়ায় ব্যাপক ক্ষোভ ধূমায়িত হয়েছে আমলা মহলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত আর এক আমলা তথা মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে মাথায় বসিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি-ও রয়েছেন এই কমিটিতে। এঁরাই ওই দশজন 'যোগ্য' অফিসারের নাম চূড়ান্ত করেছেন।

কর্মক্ষেত্রে 'অসামান্য অবদান' হেতু পুরস্কার পাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ, বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার এবং আইজি (ওয়েস্টার্ন রেঞ্জ) সিদ্ধিনাথ গুপ্তা। 'কমান্ডেবল সার্ভিস'-এর কারণে সম্মানিত করা হবে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ, বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ আলি মির্জা এবং কলকাতা পুলিশেক ডিসি সেন্ট্রাল দেবেন্দ্রপ্রতাপ সিংকে। যে আইএএস অফিসাররা এই সম্মান পাচ্ছেন, তাঁরা হলেন স্বাস্থ্য দফতরের প্রধান সচিব মলয় দে, নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব রোশনী সেন, পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রধান সচিব সৌরভ দাস এবং ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রধান সচিব রাজীব সিনহা।

এই ঘটনায় আমলাদের একাংশ খুবই ক্ষুব্ধ। পাছে মুখ্যমন্ত্রীর রোষে পড়েন, তাই নাম গোপন রাখার শর্তে নবান্নের এক আইএএস অফিসার বলেন, "আমার কথা বলছি না। কিন্তু আমার সিনিয়র অনেক আইএএস অফিসারকে দেখেছি, কত পরিশ্রম করেন। কখনও বিতর্কে জড়াননি। এঁদের কাউকে কি সরকার যোগ্য মনে করল না?"

ডব্লুবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের ওপর যত কঠিন কাজের দায়িত্ব দিচ্ছেন। গ্রামেগঞ্চে ডব্লুবিসিএস অফিসারদের কত ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। অথচ পুরস্কার পাওয়ার বেলায় সেই আইএএস-রা। এর ফলে ডব্লুবিসিএস অফিসাররা আরও হতাশায় ভুগবেন।"

English summary
Bengal Govt to honour 10 bureaucrats tomorrow, controversy begins
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X