For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুলবুলের ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ, সুন্দরবনে ঘেরাও বিডিও অফিস

বুলবুলের ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ, সুন্দরবনে ঘেরাও বিডিও অফিস

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

সুন্দরবনে বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি রাজনৈতিক রঙ না দেখে আক্রান্ত ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলিরও আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু সেই সুন্দরবনে বুলবুলের ত্রাণ বিলি নিয়ে দলবাজি হচ্ছে এই অভিযোগে বুধবার বিডিও অফিস ঘেরাও করল স্থানীয়রা।

বুলবুলের ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ, সুন্দরবনে ঘেরাও বিডিও অফিস

বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের মামুদপুর ও উত্তর মামুদপুর গ্রামে বুলবুলের ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ তোলা হয় প্রশাসনের বিরুদ্ধে। কয়েকশো সুন্দরবনবাসীর অভিযোগ, বুলবুলের ক্ষতিগ্রস্তদের বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে। এই অভিযোগে হিঙ্গলগঞ্জ ব্লকের মামুদপুর, উত্তর মামুদপুরের কয়েকশো পুরুষ ও মহিলা ক্ষতিগ্রস্তদের ত্রাণের সমান্তরাল বণ্টনের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান।

ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্য ঘোষ না থাকায় এদিন স্মারকলিপি দিতে পারলেন না গ্রামবাসীরা। এক গ্রামবাসী মৌসুমী পাল বলেন, "আমরা বিডিওর কাছে আবেদনে করছি ত্রাণ নিয়ে দলবাজি না করে সমান ভাগে দেওয়া হোক।"

উল্লেখ্য, বুলবুলের তাণ্ডবের জেলার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বেশ কয়েকটি ব্লগ বসিরহাট মহকুমার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও বসিরহাটের ৬ জনের মৃত্যু হয়েছে। গত বছর ১৩ নভেম্বর বসিরহাটে প্রশাসনিক বৈঠক করার পর মৃত পরিবারের হাতে দুই লক্ষ টাকা ৪০ হাজার টাকা করে চেক তুলে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের পাশাপাশি গোটা সুন্দরবন এলাকার সার্বিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানান সুন্দরবন বাসী। কিন্তু অভিযোগ এই ক্ষতিপূরণের ত্রাণ নিয়েই চলছে দলাদলি, রাজনীতি। সেই অভিযোগেই এদিন বিডিও অফিস ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা।

English summary
BDO office gherao in Sunderban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X