For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কালীঘাটের মোড়ে শ্রীরামচন্দ্রের মূর্তি' গড়ার ডাক বাবুলের!' মমতাকে নিশানায় রেখে তোপ বিজেপিমন্ত্রীর

'জয় শ্রীরাম' স্লোগান নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের সময় থেকে ভোটপরবর্তী সময় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান শুনে বহুবার ক্ষোভে ফুঁসে উঠেছেন।

  • |
Google Oneindia Bengali News

'জয় শ্রীরাম' স্লোগান নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের সময় থেকে ভোটপরবর্তী সময় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান শুনে বহুবার ক্ষোভে ফুঁসে উঠেছেন। আর বিজেপি এই স্লোগান নিয়েই এবার রাজনৈতিক জমি সরগরম রাখতে চাইছে বাংলার মাটিতে।

কালীঘাটের মোড়ে রামচন্দ্রের মূর্তি গড়ার ডাক বাবুলের! মমতাকে নিশানা করে আর কী দাবি বিজেপি মন্ত্রী

বিজেপি ঘোষণা করেই দিয়েছিল, যে পদ্মশিবিরের পক্ষ থেকে ১০ লাখ 'জয় শ্রীরাম ' লেখা পোস্টকার্ড যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এর পাল্টা হিসাবে, তৃণমূলের তরফে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দেন, ঘাসফুল শিবিরও পদ্মশিবিরে ২০ লাখ 'জয়হিন্দ' লেখা পোস্ট কার্ড পাঠাবে। এদিকে,এই তরজার মাঝেই কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয়ো এক অভিনব দাবি রেখেছেন। তিনি এক টুইট বার্তায় জানান, কালীঘাটের মোড়ে শ্রীরামচন্দ্রের একটি 'মর্মর মূর্তি' তৈরি করার জন্য সরকারিভাবে আবেদন করা হোক। এর প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর কী হতে পারে তা নিয়ে তৃণমূল সুপ্রিমোকে নিশানায় রাখেন বাবুল।

প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন যে কালীঘাট এলাকায়, তা সকলেরই জানা। আর সেই এলাকার মোড়ের মাথায় রামচন্দ্রের মূর্তি গড়ার ডাক দিয়েছেন বিজেপির আসানসোলের বিধায়ক।

[আরও পড়ুন: আল্লা নামে রেগে যায় না বিজেপি, মমতা মেজাজ হারান জয় শ্রীরামে, বাণ হানলেন অর্জুন][আরও পড়ুন: আল্লা নামে রেগে যায় না বিজেপি, মমতা মেজাজ হারান জয় শ্রীরামে, বাণ হানলেন অর্জুন]

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে 'জয়শ্রীরাম' স্লোগানের জায়গায় বাবুল টুইট করে লেখেন 'জয় লবকুশ-এর বাবা'।
প্রসঙ্গত, বারবার যেভাবে বিজেপি শিবির তৃণমূল শিবিরকে এই স্লোগান ইস্যুতে তোপ দাগছে, তাতে ক্রমেই এই ইস্যুতে জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই রাজনীতি কোন পথ নেয় সেদিকে,তাকিয়ে গোটা রাজ্য।

[আরও পড়ুন: ডোভালকে সঙ্গ ছাড়া করতে নারাজ মোদী, বাড়ল কাজের মেয়াদ][আরও পড়ুন: ডোভালকে সঙ্গ ছাড়া করতে নারাজ মোদী, বাড়ল কাজের মেয়াদ]

English summary
Babul Supriyo says Shree Ram Murti to build in Kalighat, tweet goes viral.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X