For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের মিছিলে জয়া বচ্চনের প্রচার পর্ব নিয়ে বাবুলের কণ্ঠে কোন সুর

  • |
Google Oneindia Bengali News

বিরোধী শিবিরে তারকা প্রচারক এসে বিরোধী প্রার্থীকে সঙ্গে নিয়ে কী বলতে পারেন , সে বিষয়ে কার্যত 'ভূবিষ্যদ্বাণী' করে দিয়েছিলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বিজেপির এই তরুণ তুর্কী এদিন মুখ খোলেন জয়া বচ্চনের প্রচার পর্ব নিয়ে।

বাংলার ভোট ময়দানে 'ধন্যি মেয়ে'

বাংলার ভোট ময়দানে 'ধন্যি মেয়ে'

বাংলায় যখন মমতা শিবির 'খেলা হবে' বার্তা নিয়ে তুঙ্গে তুলেছে সুর, তখনই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পারদ চড়াতে টালিগঞ্জে বাংলার 'ধন্যি মেয়ে' জয়া বচ্চনকে দেখা গেল হাইভোল্টেজ প্রচারে। সমাজবাদী পার্টির সাংসদকে ঘিরে এদিন তুঙ্গে ছিল টালিগঞ্জের তৃণমূল সমর্থকদের উত্তেজনা।

বাবুলের কোন বার্তা

বাবুলের কোন বার্তা

' উনি (জয়া বচ্চন) আমাকে খুব ভালোভাবেই চেনেন। বিজেপির বিরুদ্ধে উনি মুখ খুলতে পারেন, তবে কখনওই আমার বিরুদ্ধে মুখ খুলবেন না । ' জয়া বচ্চন সম্পর্কে বাবুল সুপ্রিয়র এই মন্তব্যে কার্যত বিজেপি প্রার্থীর আত্মবিশ্বাস ঠিকরে বেরিয়েছে বলে মত অনেকের। বাবুলের এই ভবিষ্যদ্বাণী টালিগঞ্জের বুকে ভোট প্রচার পর্বে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাবুলের কটাক্ষ অরূপকে

বাবুলের কটাক্ষ অরূপকে

এদিন বাবুল সুপ্রিয় বলেন, 'অমিতজি ও উনি (জয়া বচ্চন) যখনই আসেন দেখেন বিমানবন্দরে অরূপবাবু ফুল মিষ্টি নিয়ে স্বাগত জানান। উনি যে টালিগঞ্জের বাহুবলী , কাটমানি নিয়ে সব কাজ করেন, সেই খবর থাকলে জয়াজি যেমন সোজা সাপচা মানুষ তাতে কখনওই ওঁর প্রচারে আসতেন না।'

 জয়া যা বলেছেন

জয়া যা বলেছেন

এদিকে রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে এসে, জয়া বচ্চন মমতার ভূয়সী প্রশংসা করেন। সমাজবাদী পার্টির সাংসদ তথা অমিতাভ পত্নী দাবি করেন, মমতার লড়াইকে তিনি সম্নান করেন। গণতন্ত্র রক্ষার তাগিদে মমতা একা লড়ছেন। আর মমতা বাংলায় এলে রাজ্যের ভালো হবে। উন্নতি হবে।

English summary
Babul Supriyo's reaction on Jaya Bachchan's campaigning in Tollygunj for TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X