For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় করোনা আক্রান্ত, টুইট করে জানালেন স্ত্রীর সংক্রমণের কথাও

বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় করোনা আক্রান্ত, টুইট করে জানালেন স্ত্রীর সংক্রমণের কথাও

Google Oneindia Bengali News

করোনা আক্রান্ত হলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি নিজেই টুইট করে জানান, সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন তিনি। অর্থাৎ তাঁর স্ত্রীও পড়েছেন করোনার কবলে। বাবুল লিখেছেন- আমি এবং আমার স্ত্রী উভয়েই করোনা পজিটিভ হয়েছি। আমি দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হলাম।

বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় করোনা আক্রান্ত, টুইট করে জানালেন স্ত্রীর সংক্রমণের কথাও

বাবুল সুপ্রিয় করোনা সংক্রমিত হওয়ার পর জানান, দুঃখের বিষয় এই যে, আমি আসানসলে ভোটে উপস্থিত থাকতে পারব না। আমার ২৬ এপ্রিলের ভোটে আসানসোলে থাকার দরকার ছিল। কিন্তু তা হচ্ছে না। তৃণমূলের গুন্ডাবাহিনী সুষ্ঠু নির্বাচন ব্যাহত করতে পারে। হিংসা ছড়ানোর সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে তৃণমূল, তা আটকাতে হবে।

বাবুল বলেন, তবে ২০১৪ সাল থেকে আমি যেভাবে টিএমছির সন্ত্রাস আটকে দিয়েছি, তাতে তারা আনন্দিত থাকতে পারবে না। এবার নির্বাচনে আমি উপস্থিত থাকলে আমাদের প্রার্থীরা মেন্টালি স্ট্রং থাকতে পারত আরও। এবার নটি আসনের সবক'টিতে জেতার লক্ষ্যে আমরা নেমেছি। তাই আমার দায়িত্ব ছিল তা পালন করার।

English summary
Babul Supriyo informs that he and his wife are Coronavirus positive being tested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X