For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে বাবুল -দেবশ্রী পেলেন কোন মন্ত্রক! দেখে নিন একনজরে

মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় বাংলা থেকে আসা দু'জন মন্ত্রীই শপথ নেন প্রতিমন্ত্রী রূপে। এদিন মন্ত্রীসভা ঘোষণা হতেই জানা যায়, বাবুল সুপ্রিয় বন দফতরের প্রতিমন্ত্রী র দায়িত্ব পেয়েছেন।

Google Oneindia Bengali News

মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় বাংলা থেকে আসা দু'জন মন্ত্রীই শপথ নেন প্রতিমন্ত্রী রূপে। এদিন মন্ত্রীসভা ঘোষণা হতেই জানা যায়, বাবুল সুপ্রিয় পরিবেশ ও বনমন্ত্রকের প্রতিমন্ত্রী র দায়িত্ব পেয়েছেন। দেবশ্রী চৌধুরী পেয়েছেন নারী ও শিশু কল্যান দফতরের প্রতিমন্ত্রিত্বের দায়িত্ব।

বাবুল -দেবশ্রী পেলেন কোন মন্ত্রক! দেখে নিন একনজরে

প্রসঙ্গত, পরিবেশ ও বনমন্ত্রকের পূর্ণমন্ত্রী পদে রয়েছেন প্রকাশ জাভড়েকর। আর তাঁর নেতৃত্বেই এই মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। অন্যদিকে, স্মৃতি ইরানি দায়িত্ব পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দফতরের। তাঁর অধীনে প্রতিমন্ত্রী হিসাবে কাজ করার দায়িত্ব পেয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।

[আরও পড়ুন: ঘোষিত হল মন্ত্রক, মোদীর মন্ত্রিসভায় কারা পেলেন কোন দায়িত্ব][আরও পড়ুন: ঘোষিত হল মন্ত্রক, মোদীর মন্ত্রিসভায় কারা পেলেন কোন দায়িত্ব]

প্রসঙ্গত, ৩০ মে মন্ত্রীদের শপথ পাঠের পর শুক্রবার প্রকাশিত হয় মন্ত্রীদের মন্ত্রক বণ্টনের তালিকা। সেখানে উঠে আসে,দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহের নাম। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন রাজনাথ সিং। অর্থমন্ত্রকের মন্ত্রী হয়েছেন নির্মলা সীতারমন। পীযূষ গয়াল পেয়েছেন রেল মন্ত্রকের দায়িত্ব। সংখ্যালঘু উন্নয়নমন্ত্রকের দায়িত্ব গিয়েছে মুক্তার আব্বাস নাকভির কাঁধে।

[আরও পড়ুন:বাংলাকে 'সান্ত্বনা পুরস্কার' দিয়ে গোবলয়ের যোগীরাজ্য থেকে ১০ জন পেলেন মোদী-মন্ত্রিসভায় ঠাঁই! ][আরও পড়ুন:বাংলাকে 'সান্ত্বনা পুরস্কার' দিয়ে গোবলয়ের যোগীরাজ্য থেকে ১০ জন পেলেন মোদী-মন্ত্রিসভায় ঠাঁই! ]

English summary
Babul supriyo and Debashree Chowdhury gets their cabinet, know details .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X