For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত পোহালেই লোকসভা ভোটের তৃতীয় দফা, একনজরে বাংলার পাঁচ কেন্দ্রের খুঁটিনাটি

রাত পোহালেই বাংলার পাঁচ কেন্দ্রের ভোট। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আধাসামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে লোকসভা ভোট। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আধাসামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য সশস্ত্র পুলিশও। এবার ৯০ শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভিডিও ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, অনলাইন ওয়েবকাস্টিং স্টেশন, মাইক্রো অবজার্ভার নিয়োগ করেন নির্বাচন কমিশন ভোট দান শান্তিপূর্ণ করার চ্যালেঞ্জ নিয়েছে।

রাত পোহালেই ভোট, একনজরে বাংলার তৃতীয় দফার খুঁটিনাটি

একনজরে পাঁচ কেন্দ্র

বালুরঘাট

মোট ভোটার: ১৪ লক্ষ ২৭ হাজার ৫৬৭ জন।
পুরুষ ভোটার: ৭ লক্ষ ৩৪ হাজার ৭৯৪ জন।
মহিলা ভোটার: ৬ লক্ষ ৯২ হাজার ৭১৬ জন।
তৃতীয় লিঙ্গ: ৫৭ জন।
মোট ভোট গ্রহণ কেন্দ্র: ১৫৩০টি।
সাত কেন্দ্র : ইটাহার, কুশমান্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।
এবারের প্রার্থী : তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষ, আরএসপির রণেন বর্মন, বিজেপির সুকান্ত মজুমদার, কংগ্রেসের আবদুস সাদেক সরকার, এসইউসিআইয়ের বীরেন মহান্ত।

মালদহ উত্তর

মোট ভোটার: ১৫ লক্ষ ৭৫ হাজার ৫৯০ জন।
পুরুষ ভোটার: ৮ লক্ষ ২ হাজার ৫৭৯ জন।
তৃতীয় লিঙ্গ: ৩৪ জন।
মোট ভোট গ্রহণ কেন্দ্র: ১৬১৬ টি।
ভোট কর্মী: ৬৪৬৪ জন।
কেন্দ্রীয় বাহিনী: ৪১ কোম্পানি।
কেন্দ্রীয় বাহিনী থাকছে: ১৪৮৬ টি বুথে।
রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী: ১৩০ টি বুথে।
সাত কেন্দ্র : হাবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্ত্রপুর, মালতিপুর, রতুয়া ও মালদহ।
এবারের প্রার্থী : তৃণমূল কংগ্রেসের মৌসম বেনজির নুর, বিজেপির খগেন মুর্মু, কংগ্রেসের ইশা খান চৌধুরী ও সিপিএমের বিশ্বনাথ ঘোষ।

মালদহ দক্ষিণ

মোট ভোটার: ১৬ লক্ষ ৮৫ হাজার ৯৫৫ জন।
পুরুষ ভোটার: ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩৯ জন।
মহিলা ভোটার: ৮ লক্ষ ২০ হাজার ৪৬৩ জন।
তৃতীয় লিঙ্গ: ৫৩ জন।
মোট ভোট গ্রহণ কেন্দ্র: ১৭১৩টি।
ভোট কর্মী: ৬৮৬২ জন।
কেন্দ্রীয় বাহিনী: ৬৫ কোম্পানি।
কেন্দ্রীয় বাহিনী থাকছে: ১৫৭৬টি বুথে।
রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী: ১৩৭ টি বুথে।
সাত কেন্দ্র : মানিকচক, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা ও সামসেরগঞ্জ।
এবারের প্রার্থী : কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী, বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী ও তৃণমূল কংগ্রেসের ডা. মোয়াজ্জেম হোসেন।

মুর্শিদাবাদ

মোট ভোটার : ১৭২১৯৩২ জন
পুরুষ ভোটার : ৮৮১৮২৪ জন
মহিলা ভোটার : ৮৪০০৭৯ জন
তৃতীয় লিঙ্গের ভোটার : ২৯ জন
মোট ভোট গ্রহণ কেন্দ্র : ১৯০৭টি
সাত কেন্দ্র : ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি ও করিমপুর।
এবারের প্রার্থী : সিপিএমের বদরুদ্দোজা খান, কংগ্রেসের আবু হেনা, তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান ও বিজেপির হুমায়ুন কবীর।

জঙ্গিপুর

মোট ভোটার : ১৬১২৭৭৫ জন
পুরুষ ভোটার : ৮২৩৫৩৮ জন
মহিলা ভোটার : ৭৮৯১৯৪ জন.
তৃতীয় লিঙ্গের ভোটার : ৪৩ জন
মোট ভোট গ্রহণ কেন্দ্র : ১৭৬২ টি
সাত কেন্দ্র : সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম ও খড়গ্রাম।
এবারের প্রার্থী : কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায়, সিপিএমের জুলফিকার আলি, বিজেপির মাফুজা খাতুন ও তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান।

English summary
At a glance five Lok Sabha seats of 3rd phase in West Bengal last moment of election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X