For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯ মে ভোটগণনা নিয়ে খুঁটিনাটি কিছু তথ্য!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৮ মে : আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। তারপরই জানা যাবে বঙ্গ রাজনীতির গোটা অঙ্কটা। উল্লেখযোগ্য প্রার্থীদের ভাগ্যপরীক্ষায় কার হবে জয় কার হবে হার তা জানা যাবে আগামীকাল অর্থাৎ ১৯ মে, বৃহস্পতিবার।

ভোটের ফল কী হবে তা জানতে আমরা আগ্রহী ঠিকই। কিন্তু কিভাবে ভোট গণনা হয় বা ভোটগণনার পদ্ধতি কী তা কি আমরা জানি? অধিকাংশের উত্তরই হয়তো না হবে। তাহলে আসুন একঝলকে দেখে নেওয়া যাক ভোটগণনার খুঁটিনাটি।[ বুথ ফেরত সমীক্ষা যাই বলুক উলাটপূরাণ হবে ১৯ মে, আত্মবিশ্বাসী সিপিএমের শীর্ষ নেতৃত্ব]

১৯ মে ভোটগণনা নিয়ে খুঁটিনাটি কিছু তথ্য!

ভোটের গণনা

  • সকাল ৭ টা ৪৫ মিনিট নাগাদ পোস্টাল ব্যালট ভোটকর্মীদের হাতে দেওয়া হবে।
  • ব্যালটের গণনা শুরু হবে ঠিক সকাল ৮ টা থেকে।
  • সকাল সাড়ে আটটায় পোস্টাল ব্যালটের গণনা শেষ না হলে, সেখানে গণনা থামানো হবে। এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এর গণনা শুরু করা হবে।
  • ইভিএম ব্যালটের ১১ রাউন্ড গণনার পর, যদি কোন পোস্টাল ব্যালট পরে থাকে তাহলে তার গণনা আবার শুরু হবে।
  • পোস্টাল ব্যালটের গণনা শেষ হলে ফের ইভিএম ব্য়ালটের গণনা শুরু হবে।

ভোটের কর্মীরা

  • ভোটগণনার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাছা হয়।
  • একসপ্তাহ আগে একটি গণনা কেন্দ্রের জন্য তাদের নির্বাচিত করা হয়। এরপর তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
  • গণনার ২৪ ঘন্টা আগে কোন বিধানসভা কেন্দ্রের গণনা কোন কর্মী করবে তা জানানো হয়।
  • ভোটগণনার দিন সকাল ৫টায় তাদের টেবিল দেওয়া হয়।
  • প্রত্যেক গণনা টেবিলে একজন করে সুপারভাইজার থাকেন। এছাড়াও একজন সহকারী এবং একজন মাইক্রো অবজার্ভার থাকেন।

১৯ মে ভোটগণনা নিয়ে খুঁটিনাটি কিছু তথ্য!

পর্যবেক্ষদের খুঁটিনাটি

  • প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে পর্যবেক্ষক থাকেন। তারা নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট দেন।
  • প্রত্যেক রাউন্ডের গণনার পর, পর্যবেক্ষকরা ফল মূল্যায়নের জন্য এলোমেলোভাবে যেকোনও ২টি ভোটিং যন্ত্র বেছে নেন।
  • প্রত্যেক রাউন্ডের পর ভোট গণনার কার্যপ্রণালী একাধিক বার পরীক্ষা করার পর কমিশনে জানান। এরপর তারা ভোট কেন্দ্রের মিডিয়া সেন্টারে সাধারনের জন্য ফলের প্রবণতা জানাতে থাকেন।
  • গণনার শেষে সংখ্যাগুলি ৩ বার করে পরীক্ষা করেন পর্যবেক্ষকরা, এবং প্রত্যেক টেবিলের ভোটগণনার কর্মীকে যাচাই করার পর রিটার্নিং অফিসারকে ফল ঘোষণা করতে বলা হয়।
  • ভোটকেন্দ্রের গোটা ভোটগণনার কার্যপদ্ধতি ভিডিও করা হয়।

নিরাপত্তা ও বিধিনিষেধ

  • ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা থাকে। এর মধ্যে সমস্ত দোকানপাঠ বন্ধ থাকে।
  • ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও গাড়িকে ঢুকতে দেওয়া হয় না।
  • পর্যবেক্ষকরা ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে গণনা কেন্দ্রের ভিতর ঢুকতে পারেন না।
  • ভোটগণনা চলাকালীন কোনও ভোট কর্মী সেখান থেকে বেরতে বা ঢুকতে পারবেন না।
English summary
Assembly polls 2016: How counting of votes takes place
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X