For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী ভালো মন্ত্রক দেননি, তাই গোঁসা করে হুমকি দিচ্ছেন বাবুল! চাঞ্চল্যকর দাবি মেয়রের

এলাকার সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি। কেন্দ্রীয়মন্ত্রী তাঁকে ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ বাবুল সুপ্রিয়র।

Google Oneindia Bengali News

এলাকার সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি। কেন্দ্রীয়মন্ত্রী তাঁকে ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ বাবুল সুপ্রিয়র। এই অভিযোগে তৃণমূলের জেলা সভাপতি তথা মেয়র জিতেন তিওয়ারি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, বাবুল সুপ্রিয় যে কলেজে ভর্তি হয়েছেন, আমি তার প্রিন্সিপাল।

‘মোদী ভালো মন্ত্রক দেননি, তাই গোঁসাভরে হুমকি দিচ্ছেন বাবুল’v

আর মেয়রকে ফোনে হুমকি দেওয়ার প্রসঙ্গে সাংসদের সাফাই, হ্যাঁ, তিনি ফোন করেছেন মেয়রকে। তবে হুমকি দিতে নয়, আসানসোলের উন্নতিতে আলোচনা করতেই তিনি ফোন করছেন। মেয়রের অভিযোগ, শনিবার ১টা নাগাদ তাঁর মোবাইল একটি ফোন আসে। সেই ফোনে এক ব্যক্তি নিজেকে বাবুল সুপ্রিয় বলে দাবি করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

ফোনের অপর প্রান্ত থেকে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপরই তিনি মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানান। মুখ্যমন্ত্রীর নির্দেশে থানায় অভিযোগ দায়ের করেন আসানসোলের মেয়র। ফোনে কী কথা হয়েছে, তা বিস্তারিত জানান জিতেন তিওয়ারি। তিনি বলেন, বাবুল সুপ্রিয় কাপুরুষ, তাই সামনাসামনি লড়াই না করতে পেরে ফোনে হুমকি দিচ্ছেন। সাহস থাকলে আমার সঙ্গে সামনাসামনি লড়াই করুন।

মেয়র ব্যঙ্গ করে বলেন, ওনাকে প্রধানমন্ত্রী ভালো মন্ত্রক দেননি। তাই আমি কী করতে পারি? আমার উপর রাগ প্রকাশ করে কী লাভ? এরপরই তিনি পরামর্শ দেন, আসানসোলার আবহাওয়া প্রচণ্ড গরম। বরং গাছপালা লাগান, পরিবেশ ঠান্ডা হবে। বাবুল বলেন, এসব তৃণমূলের গুন্ডাদের কাজ, আমাদের শোভা পায় না। আমি ফোন করেছিলাম কাজের স্বার্থে, আসানসোলার মানুষের স্বার্থে। তাই বলি, মেয়র একটু সংযত হন।

English summary
Asansole Mayor Jiten Tiwary files FIR against Minister Babul Supriyo. Babul Supriyo is alleged to threaten to mayor of Asansole.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X