For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসানসোলে ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে বাবুলের মুখে রবি ঠাকুরের লাইন

বৃহস্পতিবার ২৩ মের জন্য আলাদা করে তিনি শাড়ি কিনে রেখেছেন। সেই শাড়ি পরেই ফলাফল ঘোষণা শুনবেন বলে ঠিক করেছিলেন মুনমুন সেন।

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ২৩ মের জন্য আলাদা করে তিনি শাড়ি কিনে রেখেছেন। সেই শাড়ি পরেই ফলাফল ঘোষণা শুনবেন বলে ঠিক করেছিলেন মুনমুন সেন। তবে আসানসোল লোকসভা আসনের প্রাথমিক গণনার ট্রেন্ড সামনে আসতেই দেখা যায় সেখানে বিজেপির বাবুল সুপ্রিয় এগিয়ে রয়েছেন। আর পিছিয়ে মুনমুন সেন।

গণনার ট্রেন্ড কী বলছে!

গণনার ট্রেন্ড কী বলছে!

প্রথম ২ ঘণ্টার গণনার পর আসানসোলে ৪৫ ০০০ এর কিছু বেশি ভোটে এগিয়ে ছিলেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে, এক্সিট পোল-এর ফলাফল মুনমুনকে এগিয়ে রাখলেও ব্যালট খুলতেই এই তৃণমূল প্রার্থী পিছিয়ে পড়েছেন।

বাবুলের প্রতিক্রিয়া

বাবুলের প্রতিক্রিয়া

এদিন প্রাথমিক ট্রেন্ড নিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্ত যেথা ভয় শূন্য ' লাইনটি উল্লেখ করে , সেই লাইন নিজের মতো করে বলেন তাঁদের পার্টি কর্মীদের কাছে গোটা নির্বাচনী বিষয়টি ছিল ..চিত্ত 'সেথা' ভয় শূন্য , উচ্চ 'যেথা' শির! তিনি বলেন, পার্টির কোনও মিটিং এ তাঁরা ছাপ্পা কিম্বা হিংসা নিয়ে আলোচনা করেননি। সুষ্ঠু ভোটই তাঁদের লক্ষ্য ছিল। বাকিটা প্রকাশ্যে আসছে ভোটের ফলাফলে।

[আরও পড়ুন:ধাক্কা বুয়া-ভাতিজা জোটে! প্রাথমিক ফলে যোগী রাজ্যে মোদী ঝড়][আরও পড়ুন:ধাক্কা বুয়া-ভাতিজা জোটে! প্রাথমিক ফলে যোগী রাজ্যে মোদী ঝড়]

আত্মবিশ্বাসী মুনমুন সেন

আত্মবিশ্বাসী মুনমুন সেন

অন্যদিকে আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনও আত্মবিশ্বাসী তাঁর জেতার বিষয়ে। তবে বাবুলের দাবি, টিএমসি বিজেপিকে হারাতে আসানসোলে 'কায়নাত' নামিয়ে দিয়ছিল। তৃণমূলের বিরুদ্ধে ফের একবার বুথ ক্যাপচারিং এর অভিযোগও তোলেন বাবুল। সংবাদমাধ্যমকে তিনি সেই কথাই জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের দিন সকালে আসানসোল জুড়ে একাধিক হিংসার খবর আসতে থাকে। সেই বিষয়ে মুনমুন সেনকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, বেড টি দেরিতে আসায় তিনি ঘুম থেকে উঠতে দেরি করেছেন, ফলে হিংসার ব্যাপারে কিছুই জানেন না। যে ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে।

[আরও পড়ুন: রাজ্যে বিধানসভার উপনির্বাচনেও দাপট! প্রাথমিক ফলের নিরিখে এগিয়ে বিজেপি][আরও পড়ুন: রাজ্যে বিধানসভার উপনির্বাচনেও দাপট! প্রাথমিক ফলের নিরিখে এগিয়ে বিজেপি]

English summary
Asansol BJP Candidate Babul Supriya Reaction on early trends in Loksabha vote, Moonmoon sen also confident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X