For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় প্রথম দফার ভোটের মাঝেই ঝোড়ো প্রচারে আসাদউদ্দিন, কোন অস্ত্রে বিঁধলেন মোদীদের

  • |
Google Oneindia Bengali News

বাংলা যেদিন ভোটগ্রহণ পর্ব শুরু করল, সেদিন বাংলার মাটিতে পা রেখে ভোটের প্রচার শুরু করে দিলেন আসাদউদ্দিন ওয়েইসি। ২৭ মার্চ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্বের মাঝেই মুর্শিদাবাদকে টার্গেট করে বক্তব্য রাখতে শুরু করেন তিনি।

বিধানসভা ভোটের প্রচারে দেবের কিছু মুহূর্তবিধানসভা ভোটের প্রচারে দেবের কিছু মুহূর্ত

আসাদকে নিয়ে মমতার হুঁশিয়ারি

আসাদকে নিয়ে মমতার হুঁশিয়ারি

এর আগে, একাধিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আসাদউদ্দিনকে টার্গেটে রেখে বলেছিলেন, হায়দরাবাদ থেকে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘু ভোট কাটতে রাজ্যে 'একজন এসেছে'। মমতার হুঁশিয়ারি বিজেপিকে সুবিধা করিয়ে দিতেই তিনি এখানে আসছেন। প্রসঙ্গত, মমতার বক্তব্যে 'হায়দরাবাদের নেতা' হিসাবে যাঁকে তুলে ধরা হয়েছে তিনি যে আসাদউদ্দিন ওয়েইসি তা বলাই বাহুল্য।

মোদীকে টার্গেট আসাদউদ্দিনের

মোদীকে টার্গেট আসাদউদ্দিনের

এদিন মুর্শিদাবদের সভা থেকে আসাদউদ্দিন মোদীর বাংলাদেশ সফর নিয়ে তোপ দাগেন। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বলেছিলেন তিনি সত্যাগ্রহ করেছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। তিনি যদি বাংলাদেশের স্বাধীনতার জন্য সত্যাগ্রহই করে থাকেন,তাহলে মুর্শিবাদের মানুষকে বাংলাদেশী কেন বলছেন?'

আসাদ ফ্যাক্টর

আসাদ ফ্যাক্টর

প্রসঙ্গত, বিরোধীদের অভিযোগ, চরম বিজেপি বিরোধিতার রেশ ধরে আসাদউদ্দিন ওয়েইসি সংখ্যলঘু ভোটকে নিজের দিকে করার চেষ্টা করছেন বাংলায়। আর সেই দিক থেকে বিজেপি বিরোধী পার্টিগুলির সংখ্যালঘু ভোটব্যাঙ্ক থেকে কিছু ভোট কেটে যেতে পারে বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ। আর তা যদি হয়, তাহলে বিজেপিই শেষ পর্যন্ত লাভবান হতে পারে হিন্দু ভোটের বড় অংশ সঙ্গে রেখে।

মুর্শিদাবাদে মাত্র ২ টি আসনে প্রার্থী আসাদের!

মুর্শিদাবাদে মাত্র ২ টি আসনে প্রার্থী আসাদের!

প্রসঙ্গত, আগে শোনা গিয়েছিল যে আসাদউদ্দিন ওয়েইসির দল বাংলার বহু জায়গায় প্রার্থী দেবে। পরবর্তীকালে বাংলার ভোট নিয়ে আসাদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে অনেক মিম নেতাই দল ছাড়েন। এরপর মুর্শিদাবাদকে টার্গেট করে প্রার্থী সাজান আসাদরা। আর সেখানের ১৩ আসনে তাঁরা প্রার্থী দিতে চলেছেন বলেও খবর আসে। তবে এদিন তিনি মুর্শিদাবাদের ২ টি আসন থেকে লড়াইয়ের বার্তা দিলেন। সাগরদিঘি ও জলঙ্গী থেকে শুধু লড়াইয়ের বার্তা দিয়েছেন আসাদ

English summary
Asaduddin Owaisi targets Modi and BJP in his first poll rally of West Bengal Assembly vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X