For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে মোহভঙ্গে অর্জুন ফিরছেন তৃণমূলে, যোগদানের আগে বৈঠকেই ‘কনফার্ম’ দলবদল

বিজেপিতে মোহভঙ্গে অর্জুন ফিরছেন তৃণমূলে, যোগদানের আগে বৈঠকেই ‘কনফার্ম’ দলবদল

Google Oneindia Bengali News

অবশেষে ঘরে ফিরছেন অর্জুন সিং। রবিবার বিকেলে আলিপুরের একটি হোটেলে অর্জুন সিং প্রবেশ করার পরই প্রায় কনফার্ম হয়ে গেল দলবদল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের তিন বছর পরেই ঘরওয়াপসি হতে চলেছে অর্জুন সিংয়ের। ২০১৯-এ লোকসভা ভোটের প্রাক্কালে তিনি তৃণমূল ছেড়েছিলেন। বিজেপিতে মোহভঙ্গের পর এবার অর্জুন সিং ফিরতে চলেছেন তৃণমূলে।

জল্পনা বাড়িয়ে আলিপুরের হোটেলে অর্জুন সিং

জল্পনা বাড়িয়ে আলিপুরের হোটেলে অর্জুন সিং

অর্জুন সিং দলবদল করে তৃণমূলে ফিরতে পারেন, এই জল্পনা শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরেই। শনিবার বারাকপুরের রাস্তাজুড়ে ওয়ালকাম-পোস্টারে ছয়লাপ হয়ে যেতেই ফের জল্পনার পারদ চড়ে। জল্পনা চলছিল রবিবার অর্জুন সিং ফিরতে পারেন তৃণমূলে। তিনি ভাটপাড়া থেকে সটান আলিপুরের একটি হোটেলে এসে উঠেছেন। ফলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

ক্যামাক স্ট্রিটে অভিষেকের নেতৃত্বে বৈঠক

ক্যামাক স্ট্রিটে অভিষেকের নেতৃত্বে বৈঠক

জল্পনা চলছে, অর্জুন সিং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে অর্জুন সিং যোগ দিতে পারেন তৃণমূলে। কিন্তু সেখানে না গিয়ে দক্ষিণ কলকাতায় আলিপুরের এক হোটেলে উঠলেন। তিনি যখন আলিপুপরের হোটেলে উঠেছেন তখন ক্যামাক স্ট্রিটে অভিষেকের নেতৃত্বে উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক হচ্ছে।

কাদের সঙ্গে অর্জুনের বৈঠক! কনফার্ম নয়

কাদের সঙ্গে অর্জুনের বৈঠক! কনফার্ম নয়

একই সময়ে আলিপুরের হোটেলেও একটি বৈঠক হচ্ছে। সেই বৈঠকে রয়েছেন অর্জুন সিং। অর্জুন সিং ওই হোটেলে পৌঁছনোর আগে থেকেই তৃণমূলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। একটি তৃণমূলের পতাকা লাগানো গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়িতে কারা এসেছেন বা কাদের সঙ্গে অর্জুনের বৈঠক হচ্ছে, তা কনফার্ম নয়।

অর্জুন সিংয়ের দলবদল স্রেফ সময়ের অপেক্ষা

অর্জুন সিংয়ের দলবদল স্রেফ সময়ের অপেক্ষা

কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চলেছেন। অর্জুনের সঙ্গে ভাটপাড়ার তৃণমূল নেতারা রয়েছেন। ওই হোটেলের লনে দাঁড়িয়ে ভাটপাড়ার এক তৃণমূল নেতার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আমরা উন্নততর তৃণমূল গড়তে চাইছি। আর অর্জুন সিং তৃণমূলে যোগ দিতে চাইছেন। তাঁর এই কথার পর একরকম স্পষ্ট, অর্জুন সিংয়ের দলবদল স্রেফ সময়ের অপেক্ষা।

বিজেপি-পর্বের ইতি ঘটিয়ে অর্জুনের প্রত্যাবর্তন!

বিজেপি-পর্বের ইতি ঘটিয়ে অর্জুনের প্রত্যাবর্তন!

ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের বৈঠক আর আলিপুরের হোটেলে বৈঠকের পরই অর্জুন যোগ দেবেন। অর্জুন সিং আলিপুরের হোটেল থেকে বেরিয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে গিয়ে তৃণমূলের পতাকা তুলে নেবেন বলে জানা গিয়েছে। মুকুল রায়ের হাত ধরে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর সাংসদ হয়েছেন বিজেপির। এরই মধ্যে কেটে গিয়েছে তিন বছর। বিজেপি-পর্বের ইতি ঘটিয়ে অর্জুনের প্রত্যাবর্তন হতে চলেছে তৃণমূলে।

তৃণমূলে ফিরতে পারেন অর্জুন, এখনও তা গুঞ্জন

তৃণমূলে ফিরতে পারেন অর্জুন, এখনও তা গুঞ্জন

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতেই অর্জুন ফিরতে পারেন তৃণমূলে। মুকুল রায়, বাবুল সুপ্রিয়র পর হেভিওয়েট অর্জুন সিংকে সাড়ম্বরে শামিল করার প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। প্রায় মাস খানেক ধরে অর্জুন সিং যেভাবে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে চলেছেন, তাতে জল্পনার পারদ চড়ছিল। তিনি তৃণমূলে ফিরতে পারেন, এমন গুঞ্জন উঠে পড়েছিল রাজনৈতিক মহলে। শেষপর্যন্ত তা সত্যি হতে চলেছে বলে মনে হলেও অর্জুনের নতুন গন্তব্যে গুঞ্জন তীব্র।

বিজেপিকে বাই-বাই করে ফের তৃণমূলে প্রবেশ?

বিজেপিকে বাই-বাই করে ফের তৃণমূলে প্রবেশ?

বিজেপি ভাঙনের মুখে পড়েছে একুশের নির্বাচনের পর থেকেই। একে একে অনেকেই দল ছেড়েছেন। অনেকে ফিরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এবার সেই পথ ধরতে চলেছেন সাংসদ অর্জুন সিং। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি বিজেপির সংগঠন নিয়ে তিনি যেরূপ বিস্ফোরক অভিযোগ করেছেন, তাতে স্পষ্ট হয়েছে জল্পনা। প্রথমে পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন তিনি। তারপর টুইট করে বা কখনও বা ফেসবুক পোস্টে তিনি অনুযোগ করে আসছিলেন। শুক্রবার তিনি সরাসরি মুখ খোলেন বিজেপির সংগঠন নিয়ে। তাতেই বেআব্রু হয়ে পড়ে বিজেপির রক্ষণ। এবার সেই বিজেপিকে বাই-বাই করে ফের তৃণমূলে প্রবেশ ঘটতে চলেছে।

'পালিয়ে বাঁচার চেষ্টা করছেন', SSC-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ দাবি দিলীপের'পালিয়ে বাঁচার চেষ্টা করছেন', SSC-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ দাবি দিলীপের

English summary
Arjun Singh’s returning in TMC leaving BJP is confirmed after meeting in South Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X