For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ১৬ জন কোটিপতির সঙ্গে একমাত্র 'সম্পত্তিহীন' প্রার্থী কে! ষষ্ঠদফা ঘিরে নয়া চমক

বাংলার ৮ টি জেলায় ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ঘিরে ক্রমেই ভোট-পারদ চড়ছে। এই দফার ভোটে ৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। প্রার্থীদের ঘিরে কৌতূহলেরও অভাব নেই।

Google Oneindia Bengali News

বাংলার ৮ টি জেলায় ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ঘিরে ক্রমেই ভোট-পারদ চড়ছে। এই দফার ভোটে ৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। প্রার্থীদের ঘিরে কৌতূহলেরও অভাব নেই। ষষ্ঠদফার এই ৮৩ জন প্রার্থীর মধ্যে ১৬ জন প্রার্থীই কোটিপতি। তবে এই ৮৩ জনের মধ্যে এমনও একজন রয়েছেন যাঁর সম্পত্তি বলতে কিছুই নেই। এমনই জানানো হয়েছে নির্বাচনী হলফনামায়।

দেব

দেব

ঘাটাল তাঁকে ২০১৪ সালের নির্বাচনে জয়ী করেছিল। এবার ফের একবার মেদিনীপুরের ভূমিপুত্র দেব ঘাটাল সংসদীয় আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন। ষষ্ঠদফার নির্বাচনে তাঁর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। দেবের সম্পত্তির পরিমাণ ৩১ কোটি টাকা। এমনই তিনি জানিয়েছেন নির্বাচনী হলফনামায়।

মানস ভুঁইঞা

মানস ভুঁইঞা

মেদিনীপুর আসনে তৃণমূলের টিকিটে এবার লড়াই করছেন ডক্টর মানস ভুঁইঞা। তাঁর সম্পত্তির পরিমাণ ৬ কোটি টাকা। নির্বাচনী হলফনামায় এই তৃণমূল প্রার্থী এমনটাই জানিয়েছেন।

ভারতী ঘোষ

ভারতী ঘোষ

বিজেপির ঘাটালের প্রার্থী ভারতী ঘোষ ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার। নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি টাকা। আগামী ১২ মে তাঁরও ভাগ্য পরীক্ষা হতে চলেছে ঘাটাল লোকসভা আসনে।

'সম্পত্তিহীন' কে?

'সম্পত্তিহীন' কে?

ষষ্ঠ দফার ভোটে পুরুলিয়া আসনে শিবসেনার প্রার্থী রাজীব মাহাতো। তিনি তাঁর নির্বাচনী হলফনামায় জানিয়ে দিয়েছেন যে, তাঁর সম্পত্তি বলতে কিছুই নেই।

সম্পত্তির নিরিখে কে কোথায়?

সম্পত্তির নিরিখে কে কোথায়?

ষষ্ঠ দফার নির্বাচন ঘিরে গড় হিসাব বলছে, তৃণমূলের বেশির ভাগ প্রার্থীর সম্পত্তি ৬ কোটির আশপাশে রয়েছে। বিজেপি আর কংগ্রেসের প্রার্থীদের সম্পত্তির গড় হিসাব ঘোরাফেরা করছে ৩ কোটি থেকে ৫০ লাখের কাছাকাছি। অন্যদিকে, সিপিআই (এম) প্রার্থীদের সম্পত্তির পরিমাণ গড়ে ৬১ লাখ টাকা।

[আরও পড়ুুন: ষষ্ঠদফা ভোটে ৩৭৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে ধনী প্রার্থীদের তালিকার প্রথমেই কে? দেখে নিন][আরও পড়ুুন: ষষ্ঠদফা ভোটে ৩৭৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে ধনী প্রার্থীদের তালিকার প্রথমেই কে? দেখে নিন]

English summary
Apart from 16 corepatis , here is the candidate who have zero assent in west bengal 6th phase poll.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X