For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নকুলদানা ১০০ শতাংশ জয়ী নির্বাচন কমিশনতে ছাপিয়ে ! ভোট দিয়ে অনুব্রত স্বমহিমায় যা বললেন

চতুর্থ দফার ভোটগ্রহণের আগের সন্ধ্যা থেকেই রাঢ়বাংলার দাপুটে নেতা অনুব্রত মণ্ডল নজরবন্দি। আর এদিন বাই বাহিনীর 'কনভয়' নিয়ে কার্যত ভোট কেন্দ্রে পৌঁছলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি।

  • |
Google Oneindia Bengali News

চতুর্থ দফার ভোটগ্রহণের আগের সন্ধ্যা থেকেই রাঢ়বাংলার দাপুটে নেতা অনুব্রত মণ্ডল নজরবন্দি। আর এদিন বাই বাহিনীর 'কনভয়' নিয়ে কার্যত ভোট কেন্দ্রে পৌঁছলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি। আর স্বমহিমায় এদিনও তিনি নকুলদানার প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।

নজরবন্দি মানিনা, ভোট দিয়ে অনুব্রত জানালেন নকুলদানা ১০০ শতাংশ জয়ী

এদিন বীরভূমের ভগবত নিম্ন বুনিয়াদি স্কুলে ভোট দিতে যান অনুব্রত মণ্ডল। দলীয় সমর্থকের বাইকে চড়ে সঙ্গে বেশ কয়েকটি বাইক নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছন তিনি। ভোট দিয়ে বেরিয়েঅই অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'নজরবন্দি টন্দি মানিনা'। নির্বাচন কমিশন নাকি নকুলদানারা দাওয়াই কোনটা আজকে জয়ী ?সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সাফ জবাবে অনুব্রত জানান, অবশ্যই নকুলদানা ১০০ শতাংশ জয়ী। এরপরই প্রশ্ন ওঠে তিনি নজরবন্দি অবস্থায় ফোন করছেন কি না! এর জবাবে অনুব্রত মণ্ডল বলেন, 'একটা ফোন নিয়েছে তো কি হয়েছে হাজারটা ফোন রয়েছে।'

উল্লেখ্য়, অনুব্রত মণ্ডলের বাড়ির খানিক দূরে ডেপুটি ম্যাজিস্ট্রেট রয়েছেন নজরদারির কাজে। রয়েছেন এক বিডিও-ও। সবমিলিয়ে ব্যাপক নজরদারির মধ্যে রয়েছেন অনুব্রত। এদিন নানুর,ইসলামপুরের ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, 'ভোট শান্তিপূর্ণ'।

English summary
Anubrata mondal casts vote in birbhum says voting is peacefull .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X