For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ‘আগাছা’দের ছেঁটে ফেলার নিদান অনুব্রতর! মেজাজ ফিরছে পুরভোটের আগে

পশ্চিমবঙ্গে যারা আছে, তারা সব আগাছা। আগাছা বেড়ে গেলে ছেঁটে ফেলতে হয়। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে এই ভাষাতেই বিরোধীদের নিশানা করলেন অনুব্রত মণ্ডল।

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে যারা আছে, তারা সব আগাছা। আগাছা বেড়ে গেলে ছেঁটে ফেলতে হয়। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে এই ভাষাতেই বিরোধীদের নিশানা করলেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূলের সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। তাঁর এই মন্তব্যের জেরে ফের বিতর্ক চরমে উঠল।

একহাত নেন নিজের দলের নেতাদের

একহাত নেন নিজের দলের নেতাদের

শুক্রবার বীরভূমের আমোদপুরে এক জনসভা বক্তব্য রাখছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে তিনি প্রথমেই একহাত নেন নিজের দলের নেতাদের। তিনি বাড়ি দেওয়ার নামে যদি টাকা চাওয়া হয়, তাকে পেটানোর নিদান দিলেন। অনুব্রত বলেন, ২৮ হাজার বাড়ি এসেছে। কেউ টাকা চাইবেন না। তা হলে কড়া হতে তিনি বাধ্য হবেন।

আমি বলে যাচ্ছি,বেধড়ক মারবেন

আমি বলে যাচ্ছি,বেধড়ক মারবেন

এদিন কড়া হয়েই তিনি বলেন, আমি বলে যাচ্ছি, পঞ্চায়েত সমিতির নেতা হোক বা পঞ্চায়েত কর্মী যদি টাকা চায়, কাউকে রেয়াত করবেন না। বেধড়ক মারবেন। বেআইনিভাবে টাকা নিলে কাউকে বরদাস্ত করা হবে না।

বাড়িতে চড়াও হবেন বা থানায় ভরে দেবেন

বাড়িতে চড়াও হবেন বা থানায় ভরে দেবেন

অনুব্রত বলেন, প্রয়োজনে দল বেঁধে অভিযুক্ত নেতার বাড়িতে চড়াও হবেন বা থানায় ভরে দেবেন। ওমন নেতাকে যদি কেউ বাঁচাতে যায়, তখন আমাকে ফোন করবেন। বাকিটা আমি বুঝে নেব। বাড়ি দেওয়ার নামে টাকা খেলে তাঁর থেকে খারাপ কেউ হবে না।

আগাছাগুলো ছেঁটে দিতে হয়

আগাছাগুলো ছেঁটে দিতে হয়

এরপরই তিনি বিজেপিকে একহাত নেন। রাজ্য বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেখে থাকবেন, গাছে কয়েকটা অন্য জাতীয় গাছের ডালপালা বের হয়। ওগুলো হল আগাছা। তোমরা পশ্চিমবাংলায় যারা আছো, সব আগাছা। মাঝে মাঝে গাছের ওই আগাছাগুলো ছেঁটে দিতে হয়।

English summary
Anubrata Mandal takes on BJP and gives message to cut arms of Bengal’s weeds,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X