For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েতে জয় ‘রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নে’র, লোকসভায় একই ‘প্রতিচ্ছবি’র বার্তা অনুব্রতর

রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। রাস্তায় দাঁড়িয়ে থাকবে উন্নয়ন। ফের জোর গলায় উন্নয়নের নিরিখেই ভোটের ফল হয়েছে বলে দাবি করলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

Google Oneindia Bengali News

রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। রাস্তায় দাঁড়িয়ে থাকবে উন্নয়ন। ফের জোর গলায় উন্নয়নের নিরিখেই ভোটের ফল হয়েছে বলে দাবি করলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানিয়ে দিলেন, বীরভূমের পঞ্চায়েত ভোটে উন্নয়নের প্রতিচ্ছবি পড়েছে। বাকি উন্নয়নের নজির তিনি দেখাবেন আসন্ন লোকসভায়।

পঞ্চায়েত জয় ‘রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নে’র, লোকসভায় একই ‘প্রতিচ্ছবি’র বার্তা অনুব্রতর

পঞ্চায়েতের মনোনয়ন পর্ব থেকেই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার বার্তা দিয়ে আসছেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে গিয়েছেন, সেই উন্নয়নের ভিত্তিতেই ভোট হবে। রাস্তার ধারে উন্নয়ন দাঁড়িয়ে আছে। উন্নয়ন দেখেই মানুষ তৃণমূলকে বেছে নেবে। এখানে অন্য কোনও পার্টির কোনও প্রভাব নেই। তাঁরা প্রার্থী দিতেও পারবেন না। এমনকী এমন দাবিও তিনি করেছিলেন, যদি বিরোধীরা প্রার্থী দিতে চান, তাঁর ব্যবস্থা তিনি করে দেবেন।

[আরও পড়ুন: নির্দলের জয়ের কাঁটা সরিয়ে ভাঙড়ে তৃণমূলের মুখে হাসি ফোটালেন আরাবুলের ছেলে][আরও পড়ুন: নির্দলের জয়ের কাঁটা সরিয়ে ভাঙড়ে তৃণমূলের মুখে হাসি ফোটালেন আরাবুলের ছেলে]

বিরোধীরা প্রার্থী দিতে পারবে না- অনুব্রতর এই বার্তাই প্রতিফলিত হয়েছে জেলার সিংহভাগ আসনে। যে কটি আসনে ভোট হয়েছে, বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বের হওয়ার পরও দেখা গেল তৃণমূলের জয়ের ছবি। এই ফলে অনুব্রত মণ্ডল খুশি হয়েই জানিয়ে দিলেন, এবার তাঁর লক্ষ্য লোকসভা ভোট। তিনি লোকসভাতেও দেখাবেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার প্রতিচ্ছবি।

সেইসঙ্গে এদিন অনুব্রত মণ্ডল মনে করিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উন্নয়ন কেউ করতে পারবে না। মানুষ সেই উন্নয়নকেই বেছে নেবেন। উন্নয়নের ঝড়েই বিরোধীরা ফুৎকারে উড়ে যাবে। শুধু এই পঞ্চায়েত নির্বাচনে নয়, ২০১৯-এর লোকসভা নির্বাচনেও বিরোধীরা একইভাবে হারবেন।

[আরও পড়ুন:কেষ্টর গড়ে 'মশারির' এড়িয়ে জয় বিজেপি-র দুধকুমারের! বীরভূমে হাড্ডাহাড্ডি ফুলে লড়াই ][আরও পড়ুন:কেষ্টর গড়ে 'মশারির' এড়িয়ে জয় বিজেপি-র দুধকুমারের! বীরভূমে হাড্ডাহাড্ডি ফুলে লড়াই ]

English summary
Trinamool Congress Birbhum district president Anubrata Mandal says that this win comes from development. TMC wins in Panchayat Election of Birbhum of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X