For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রার্থী থাকলে নিয়ে আসুন, মনোনয়ন পেশের দায়িত্ব অনুব্রতর! বার্তা বিরোধীদের

রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়নের শেষদিনে বিরোধীদের উদ্দেশ্যে অভিনব বার্তা দিলেন বীরভুম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

Google Oneindia Bengali News

রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়নের শেষদিনে বিরোধীদের উদ্দেশ্যে অভিনব বার্তা দিলেন বীরভুম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। বিরোধীদের মনোনয়ন দিতে বাধা দিচ্ছে তৃণমূল- এই অভিযোগ উড়িয়ে অনুব্রত বলেন, প্রার্থী দিতে চাইলে কংগ্রেস-সিপিএম-বিজেপি আসুক। আমি তাঁদের প্রার্থীদের মনোনয়নের ব্যবস্থা করে দেব।

প্রার্থী থাকলে নিয়ে আসুন, মনোনয়ন পেশের দায়িত্ব অনুব্রতর! বার্তা বিরোধীদের

[আরও পড়ুন: মশারি খাঁটানো আছে, আর মশা ঢুকবে না! বিজেপিকে কী বার্তা দিতে চাইলেন অনুব্রত][আরও পড়ুন: মশারি খাঁটানো আছে, আর মশা ঢুকবে না! বিজেপিকে কী বার্তা দিতে চাইলেন অনুব্রত]

বিজেপি এবার টার্গেট করেছে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমকে। সেই লক্ষ্যে মনোনয়ন-পর্বেই শাসক-বিরোধী দ্বন্দ্বে উত্তাল হয়ে উঠেছে জেলা। দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভ, উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় বিরোধীদের মনোনয়ন দিতে তৃণমূল বাধা দিচ্ছে বলে অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে অনুব্রতর বক্তব্য, 'আসলে বিরোধীদের সঙ্গে লোক নেই। তাই ওরা প্রার্থী দিতে পারছে না। প্রার্থী খুঁজে পাচ্ছে না।'

তিনি বলেন, 'নিজেদের সাংগঠনিক দুর্বতলা ঢাকতে উল্টে আমাদের দোষারোপ করছে বিরোধীরা। আমরা কোথাও কোনও বাধা দিইনি। আমরা বাধা দিলে একটা মনোনয়নও করতে পারত না ওরা। বাকি যে সমস্ত আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি, কংগ্রেস, সিপিএম, সেইসব আসনে ওরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। প্রার্থী থাকলে নিয়ে আসুক, মনোনয়ন দেওয়ার দায়িত্ব আমার।'

বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা নিয়ে সরব হয়ে তিনি বলেন, 'মানুষ ওদের সঙ্গে নেই। কোনও প্রার্থী ওরা খুঁজে পাচ্ছে না। তাই তো ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে মনোনয়ন দিতে হচ্ছে। মনোনয়নের শুরুতে মশার অত্যাচার বেড়েছিল, আমরা মশারি খাঁটিয়ে দিয়েছি।' তাঁর কথায়, 'এবার উন্নয়নের নিরিখে ভোট হবে। রাস্তার ধারে উন্নয়ন দাঁড় করানো হচ্ছে। সেই উন্নয়ন দেখেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন।'

English summary
Anubrata Mandal gives message to opponent to file nomination form for Panchayat election. Anubrata sayas man of Bengal is with Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X