For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যপাল রাস্তা চেনেন না, আগাগোড়া ভুল পথে হাঁটছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ অনুব্রতর

রাজ্যপাল জগদীপ ধনখড়কে এবার একহাত নিলেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূমে গিয়ে রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে প্রশ্ন তোলায়, অনুব্রত মণ্ডল বলেন আমাদের মহামান্য রাজ্যপাল রাস্তাই চেনেন না

  • |
Google Oneindia Bengali News

রাজ্যপাল জগদীপ ধনখড়কে এবার একহাত নিলেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূমে গিয়ে রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে প্রশ্ন তোলায়, অনুব্রত মণ্ডল বলেন আমাদের মহামান্য রাজ্যপাল রাস্তাই চেনেন না। তাই রাজ্য সড়ক নিয়ে তিনি অহেতুক সংঘাতপূর্ণ কথা বলছেন। রাজ্যের সঙ্গে সংঘাত তৈরি করছেন।

 রাজ্যপাল রাস্তা চেনেন না, আগাগোড়া ভুল পথে হাঁটছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ অনুব্রতর

অনুব্রতর কথায়, রাজ্যপাল আগাগোড়া ভুল পথে হাঁটছেন। তাঁর উদ্ভট কথাতেই রাজ্যের সঙ্গে সংঘাত তৈরি হচ্ছে। তিনি ফারাক্কা যাওয়ার পথে বীরভূমের সড়ক পথে খানিক বিশ্রামের সময় জানান জাতীয় সড়ক ভালোই রয়েছে, রাজ্য সড়কের বেহাল দশার জন্যই ধকল সইতে হচ্ছে।

তিনি রাজ্য সড়ক নিয়ে দোষারোপ করায় তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, জানি না উনি কোন রাস্তায় এসেছেন। তবে কথা শুনে মনে হল উনি রাস্তা চেনেন না। ওনার পিএ-টিএ'রাও ঠিকঠাক চেনাতে পারেননি রাস্তাঘাট। কোনটা জাতীয় সড়ক, কোনটা রাজ্য সড়ক তা জানেন না রাজ্যপাল।

অনুব্রত মণ্ডল বলেন, রাজ্য সড়কের এমন কোনও রাস্তা নেই, যার বেহাল দশা। অন্তত আমার জানান নেই। সিউড়ি থেকে কাটোয়া পর্যন্ত রাস্তা নির্মাণ হয়েছে। অন্যান্য রাস্তাও সংস্কার হয়েছে। ফলে বেহাল দশা নেই কোনও রাজ্য সড়কের। উনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তাই উনি চেনেন না।

বিজেপির হয়ে ভোট প্রচার তৃণমূলের সভাপতির! অনুব্রতর কাছে নালিশের পরই যা হলবিজেপির হয়ে ভোট প্রচার তৃণমূলের সভাপতির! অনুব্রতর কাছে নালিশের পরই যা হল

English summary
Anubrata Mandal counters Governor Jagdeep Dhankhar on state way comment. Governor says State way’s condition is very bad,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X