For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তালা ঝুলল কাঁকিনাড়ার চটকলে, পুজোর আগেই কর্মহীন তিন হাজার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলা
কলকাতা, ১৪ সেপ্টেম্বর: কারখানা বন্ধের পরম্পরা যেন আর থামছেই না পশ্চিমবঙ্গে। এ বার উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় ঝাঁপ ফেলল নফরচাঁদ জুট মিল। পুজোর ঠিক দু'সপ্তাহ আগে কর্মহীন হয়ে পড়লেন তিন হাজার কর্মী।

ডানলপ, হিন্দুস্তান মোটরস, শালিমার পেন্টসের মতো বড় কারখানাগুলি বাদ দিলে গত তিন বছরে অজস্র ছোট কারখানা বন্ধ হয়ে গিয়েছে। শাসক দলের তোলাবাজি, গুন্ডামি, শ্রমিক বিক্ষোভ ইত্যাদিই মূল কারণ। গত ৯ সেপ্টেম্বর বন্ধ হয়ে গিয়েছিল সাঁকরাইলের ডেল্টা জুট মিল। নফরচাঁদ জুট মিল বন্ধ হওয়ার পিছনে তৃণমূল কংগ্রেস সমর্থিত শ্রমিক ইউনিয়নের জঙ্গি আন্দোলনের ভূমিকা রয়েছে বলে খবর।

কিছুদিন ধরেই ধুঁকছিল নফরচাঁদ জুট মিল। শ্রমিকদের সাত দিনের বদলে চার দিন কাজ করানো হচ্ছিল। এর বিরোধিতা করেন তাঁরা। কিন্তু কারখানা কর্তৃপক্ষের যুক্তি ছিল যে, বাজারে দিনদিন পাটজাত দ্রব্যের চাহিদা কমছে। তাই লোকসান বেড়েই চলেছে। এই অবস্থায় সাতদিন কাজ দেওয়া সম্ভব নয়। কিন্তু শ্রমিকরা নানাভাবে কারখানার অফিসারদের হেনস্থা করছিলেন বলে অভিযোগ। তাই ক্ষুব্ধ কর্তৃপক্ষ রবিবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেন।

পুজোর মুখে তিন হাজার শ্রমিক বেকার হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত ব্যারাকপুর শিল্পাঞ্চলের আরও ২১টি কারখানার কর্মীরা। কারণ ওই কারখানাগুলিতে এখন টালমাটাল অবস্থা বিরাজ করছে বলে খবর।

English summary
Another jute mill suspended work, 3k employees jobless before puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X