For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় প্রকাশিত দ্বিতীয় কিস্তির লেখা, মমতার প্রতি অজন্তার 'কৃতজ্ঞতা বোধ' নিয়ে জল্পনা

বুধবার প্রথম কিস্তির পরে বৃহস্পতিবার তৃণমূলের (trinamool congress) মুখপত্রে প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের (anil biswas) মেয়ে অজন্তা বিশ্বাসের (ajanta biswas) লেখার দ্বিতীয় কিস্তি প্রকাশিত হয়েছে। লেখার আরও কিস্তি র

  • |
Google Oneindia Bengali News

বুধবার প্রথম কিস্তির পরে বৃহস্পতিবার তৃণমূলের (trinamool congress) মুখপত্রে প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের (anil biswas) মেয়ে অজন্তা বিশ্বাসের (ajanta biswas) লেখার দ্বিতীয় কিস্তি প্রকাশিত হয়েছে। লেখার আরও কিস্তি রয়েছে বলে জাগো বাংলার তরফে জানানো হয়েছে। অন্যদিকে অজন্তা বিশ্বাসের ঘনিষ্ঠমহল সূত্রে মমতার বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) প্রতি কৃতজ্ঞতা প্রকাশে বেড়েছে জল্পনা।

জাগো বাংলার উত্তর সম্পাদকীয়তে অজন্তা বিশ্বাসের লেখা

জাগো বাংলার উত্তর সম্পাদকীয়তে অজন্তা বিশ্বাসের লেখা

এদিন 'বঙ্গ রাজনীতিতে নারীশক্তি'র নিবন্ধে দ্বিতীয় কিস্তিতে স্বাধীনতার আগের সময়কালে বিভিন্ন বাঙালি মহিলার অবদানের কথা উঠে এসেছে। উঠে এসেছে বিপ্লবী দীনেশ মজুমদারের কথাও। অস্ত্র হাতে বাঙালি মহিলাদের বিপ্লবে অংশ নেওয়ার কথা লিখেছেন রবীন্দ্র ভারতীর ইতিহাসের সহকারী অধ্যাপিকা।

উষ্মাপ্রকাশ সিপিএম-এর

উষ্মাপ্রকাশ সিপিএম-এর

মঙ্গলবার সকালে জাগো বাংলায় অজন্তা বিশ্বাসের লেখার প্রথম কিস্তি প্রকাশিত হওয়ার পরে আলিমুদ্দিনের অন্দরে যে তোলপাড়া শুরু হয়েছিল, তার জেরে দুপুরের দিকে উষ্মাপ্রকাশ করেন দলের অনেক রাজ্য ও কেন্দ্রীয় কমিটির নেতা। বুধবারই বসেছিল সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠক। সেখানে বিষয়টি ওঠে। সেই সময়ই নির্দেশ দেওয়া হয় যাতে বিষয়টি নিয়ে কোনও নেতাই কোনও মন্তব্য না করেন। যার জেরে সন্ধেয় দেওয়া সাক্ষাৎকারে সুজন চক্রবর্তী বিষয়টি নিয়ে কোনও কথা বলতে রাজি হননি।

পার্থ টানছেন বিমান বসুর কথা

পার্থ টানছেন বিমান বসুর কথা

এদিকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি বলেন বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। লেখার মধ্যে রাজনীতি খোঁজা উচিত নয় বলেো মন্তব্য করেন তিনি. পাশাপাশি তিনি বলেন বিজেপির বিরুদ্ধে যাঁরা লড়াই করতে ইচ্ছুক, এটা তাঁদের পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বিমান বসুর কথাও উল্লেখ করেন। দিন কয়েক আগে তমলুকে দলীয় নেতা নির্মল জানার স্মরণ সভায় বিমান বসু বলেছিলেন সর্বভারতীয় ক্ষেত্রে জোটের কথা। সেই কথা উল্লেখ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিমান বসুও তো বলেছেন এক হয়ে লড়াই করার কথা।

কৃতজ্ঞতা বোধ নিয়ে জল্পনা

কৃতজ্ঞতা বোধ নিয়ে জল্পনা

জাগো বাংলায় লেখা প্রকাশ নিয়ে অজন্তা বিশ্বাস কোনও মন্তব্য না করলেও, ঘনিষ্ঠমহল সূত্রে খবর, তিনি ও তাঁর পরিবার যখন করোনা আক্রান্ত হয়েছিলেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ফোন করে খোঁজ নিয়েছিলেন। পাশাপাশি চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছিলেন। যার জেরে তিনি আপ্লুত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

বাধা মানছেন না দলের নেতারা

বাধা মানছেন না দলের নেতারা

তবে সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠকে অজন্তা বিশ্বাসকে নিয়ে মন্তব্যে বারণ করা হলেও, বাধা মানছেন না দলের নেতারা। অনেক নেতাই আড়ালে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন। কেউ কেউ আবার রবীন্দ্র ভারতীতে অজন্তা বিশ্বাসের নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, ভাল সময়ে এক জায়গা থেকে সুযোগ নিয়ে খারাপ সময়ে অন্য জায়গা থেকে সুযোগ নিতে চাইছেন। ফলে লেথা প্রকাশের সাফাইয়ের কথা মানতে রাজি নন তাঁরা। সূত্রের খবর অনুযায়ী, অজন্তা বিশ্বাস নাকি বলেছেন, তাঁর কাছে লেখা চাওয়া হয়েছিল একটি বাজারে চালু দৈনিকের জন্য। লেখা যে জাগো বাংলায় প্রকাশিত হবে, তা তিনি জানতেন না।

প্রাতর্ভ্রমণে বেরনো অতিরিক্ত জেলা জজকে প্রকাশ্যে হত্যা, ভিডিও হল ভাইরালপ্রাতর্ভ্রমণে বেরনো অতিরিক্ত জেলা জজকে প্রকাশ্যে হত্যা, ভিডিও হল ভাইরাল

English summary
Anil Biswas's daughter Ajanta Biswas pays gratitude to Mamata Banerjee for helping at corona times at her family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X