For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গ বিজেপিতে রয়েছেন ‘মিরজাফর’! নিজের বাহিনী নামিয়ে ‘গোয়েন্দাগিরি’ অমিত শাহের

বিজেপিকে বাংলার মিরজাফর বলে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম। সেই বিজেপির অন্দরেই যে মিরজাফর রয়েছেন, তা কে জানত!

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে বাংলার মিরজাফর বলে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম। সেই বিজেপির অন্দরেই যে মিরজাফর রয়েছেন, তা কে জানত! খোদ বিজেপির শীর্ষ নেতারাই মনে করছেন, তাঁদের দলের ভিতরে মিরজাফর রয়েছেন। লোকসভার প্রাক্কালে বিজেপি চাইছে সেই মিরজাফরদের খুঁজে বের করতে। তা না হলে রক্ষা নেই। বাংলা থেকে তৃণমূলকে হারানো অসম্ভব হয়ে যাবে। তাই মিরজাফর খুঁজতে এবার আসরে নামছেন খোদ অমিত শাহ।

বঙ্গ বিজেপিতে রয়েছেন ‘মিরজাফর’! নিজের বাহিনী নামিয়ে ‘গোয়েন্দাগিরি’ অমিত শাহের

বিজেপি শীর্ষ নেতৃত্ব মনে করছে, দলের অন্দরের খবর কেউ পৌঁছে দিচ্ছে তৃণমূলের কাছে। তার জেরেই বিজেপির হাঁড়ির খবর ফাঁস হয়ে যাচ্ছে। দলের সাংগঠনিক ভিত তো শক্ত হচ্ছেই না, উপরন্তু বিজেপির রণকৌশলও জেনে যাচ্ছে রাজ্যের শাসকদল। বিজেপির অন্তর্কলহের জেরে অস্ত্র পেয়ে যাচ্ছে তৃণমূল। বিজেপি আখেরে কোনও লাভ করতে পারছে না।

সম্প্রতি রাজ্যে ঘটে গিয়েছে এসপিজি গ্যাস কেলেঙ্কারি। তাতে বিজেপি নেতাদের নাম জড়িয়েছে। ইতিমধ্যে একজন গ্রেফতারও হয়েছেন। তারপর মহিলাঘটিত যৌন কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে বিজেপি তথা সঙ্ঘ নেতার। যার ফলে বিজেপির ভাবমূর্তি কলুষিত করছে। বিজেপি যে অস্ত্রে তৃণমূলকে বিঁধবে বলে স্থির করছে, তৃণমূলের হাতেও একই ধরনের অস্ত্র এসে যাচ্ছে। ফলে বিজেপি ভোঁতা হয়ে যাচ্ছে।

[আরও পড়ুন:২০১৯-এ তারকা প্রার্থীর চমক বিজেপির তালিকায়! ক্রিকেটার থেকে অভিনেতা কে নেই][আরও পড়ুন:২০১৯-এ তারকা প্রার্থীর চমক বিজেপির তালিকায়! ক্রিকেটার থেকে অভিনেতা কে নেই]

এখন বিজেপি শীর্ষ নেতৃত্ব মনে করছে, বিজেপির অন্দরের খবর কেউ ফাঁস করে দিচ্ছে। বিজেপিতেই এমন লোক রয়েছে, যাদের সঙ্গে তৃণমূলের পরোক্ষ যোগ রয়েছে। তারা বিজেপির দুর্বলতাকে সামনে তুলে ধরছে। এমনকী তথ্য-প্রমাণও সরবরাহ করছে। ফলে বিজেপির রণকৌশল কার্যকর হচ্ছে না। এখন সেইসব মিরজাফরদের অবিলম্বে খুঁজে বের করার প্রয়াস নিয়েছেন অমিত শাহ।

[আরও পড়ুন: লোকসভার আগে দুর্নীতি-কেলেঙ্কারিতে ডুবছেন নেতারা! বঙ্গ বিজেপিকে বার্তা অমিতের][আরও পড়ুন: লোকসভার আগে দুর্নীতি-কেলেঙ্কারিতে ডুবছেন নেতারা! বঙ্গ বিজেপিকে বার্তা অমিতের]

তিনি এবং স্বয়ং নরেন্দ্র মোদী যেমন লোকসভার আগে ঘনঘন রাজ্য সফরে আসার পরিকল্পনা করেছেন, একইভাবে রাজ্যের নেতাদের দিল্লিতে ডেকে সু-পরামর্শও দিচ্ছেন। তিনি আগামী ২৮ সেপ্টেম্বর ফের তলব করেছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহাদের। বঙ্গ নেতৃত্বকে তিনি যেমন এ বিষয়ে বেশ কিছু বার্তা দেবেন, তেমনই মিরজাফরদের খুঁজতে নিজ বাহিনীও নামাবেন রাজ্যে।

[আরও পড়ুন: সব চরিত্র কাল্পনিক- নারীর দুই রূপ দর্শন! বাদামতলায় এক ফ্রেমে দুই শহরের ছবি][আরও পড়ুন: সব চরিত্র কাল্পনিক- নারীর দুই রূপ দর্শন! বাদামতলায় এক ফ্রেমে দুই শহরের ছবি]

কেননা তিনি মনে করেন, সাম্প্রতিক দুই কেলেঙ্কারির ঘটনা বিজেপির কাছে বড় ধাক্কা। লোকসভা ভোটের আগে এই দুই ঘটনা বিজেপি চিন্তা বাড়িয়েছে। রাজ্য বিজেপিও পড়েছে অস্বস্তিতে। আরও অস্বস্তি বাড়বে প্রচার পর্বে। তাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সতর্কও করে দেবেন অমিত শাহ। আর এক্ষেত্রে সবার আগে তিনি গোষ্ঠীকোন্দল রুখতে চাইছেন এবং চাইছেন মিরজাফরদের চিহ্নিত করতে।

English summary
BJP President Amit Shah will take his 'Detective' role to find 'Mirzafar' in West Bengal BJP. He calls also Dilip Ghosh brigade to Delhi for discussion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X