For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতগড়ে অমিতের তাবড় চমক আসন্ন! 'চাণক্য' বোলপুরে পা রাখলেই কোন কর্মসূচি রয়েছে

  • |
Google Oneindia Bengali News

বাংলার বুকে বিজেপির বিরুদ্ধে বিদ্যাসাগর থেকে শুরু করে বিরসা মুন্ডা ইস্যুতে আগেই সুর চড়িয়েছে তৃণমূল। এরপর রবীন্দ্রনাথকে নিয়ে জেপি নাড্ডার এক মন্তব্য নিয়েও বিজেপির বিরুদ্ধে অস্ত্র শানাতে শুরু করেছে মমতা শিবির। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে বক্তব্য রেখেছেন। তৃণমূল শুরু করেছে প্রচার। এমন পরিস্থিতিতে রবীন্দ্র স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে সফরে যাচ্ছেন অমিত শাহ।

 ৮ পৌষ মোদীর উপস্থিতিতি ভার্চুয়াল অনুষ্ঠানে

৮ পৌষ মোদীর উপস্থিতিতি ভার্চুয়াল অনুষ্ঠানে

গতকালই জানা যায় যে বিশ্বভারতীতে ২৪ ডিসেম্বর আসছেন না মোদী । ৮ পৌষ বিশ্বভারতীর ১০০ বছরের প্রতিষ্ঠা দিবসের পূর্তী অনুষ্ঠান উপলক্ষ্যে ভার্চুয়াল সভার মাধ্যমে অংশ নেবেন মোদী। আর তার আগে শান্তিনিকেতনের বুকে পা রাখতে চলেছেন অমিত শাহ।

 অনুব্রতগড়ে অমিতের পদার্পণ!

অনুব্রতগড়ে অমিতের পদার্পণ!

সূত্রের দাবি, আগামী ২০ ডিসেম্বর সম্ভবত শান্তিনিকেতনে পা রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্বভারতীতে তাঁর কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের সঙ্গেই সেখানে প্রচারে নামবেন তিনি। আর তার হাত ধরেই অনুব্রত গড়ে পা রাখবেন অমিত শাহ। যা নিয়ে তুঙ্গে জল্পনার পারদ।

অনুব্রত গড়ে অমিত-চমক কী হতে পারে!

অনুব্রত গড়ে অমিত-চমক কী হতে পারে!

এদিকে খবর বোলপুরে সম্ভবত পদযাত্রা করে মানুষের বাড়ি গিয়ে প্রচারে অংশ নিতে পারেন বিজেপির 'চাণক্য' অমিত শাহ। ফলে তুমুল পর্যায়ের জল্পনা তুঙ্গে রয়েছে। একদিকে, বহিরাগত ইস্যু, অন্যদিকে রবীন্দ্রনাথকে নিয়ে জেপি নাড্ডার বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে তৃণমূল যে অস্ত্র শানিয়েছে, তার জোড়া জবাব এক বর্শায় গেঁথে এই পদযাত্রা শেষে ভাষণে দেবেন অমিত শাহ। জল্পনা এমনই। রাঢ় বাংলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের এলাকা বোলপুরের বুকে বিজেপির এই সভা ঘিরে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে খবর। যদিও প্রশাসনসূত্রে জানা যাচ্ছে , রবিবার বিকেল পর্যন্ত এমন কোনও আবেদন আসেনি।

'যেখানে পিঁপড়ে বেশি, ব্লিচিং ছড়াতে হয়'

'যেখানে পিঁপড়ে বেশি, ব্লিচিং ছড়াতে হয়'

এদিকে, এক জনপ্রিয় বাংলা দৈনিককে দেওয়া সাক্ষৎকারে বিজেপির তরফে অনুপম হাজরা জানিয়েছেন, অমিত শাহ বোলপুরে গিয়ে পদযাত্রায় অংশ নিচ্ছেন। এই বক্তব্যের পরইতিনি তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, 'যেখানে পিঁপড়ে বেশি, ব্লিচিং ছড়াতে হয়'।

তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের প্রতিক্রিয়া

' বহিরাগতরা এসে যত দাপাদাপি করবে আমাদের তত লাভ। কারণ, মানুষের দুর্বলজায়গা এনআরসি নিয়ে বিজেপি খেলতে শুরু করেছে।' বলে মন্তব্য করেছেন তৃণমূলের মন্ত্রী ও স্থানীয় নেতা চন্দ্রনাথ সিনহা। তাঁর মতে, এই দলকে যাঁরা সমর্থন করেছেন এতদিন ২০২১ ভোটে তাঁর নিজেদের ভুল বুঝবেন।

English summary
Amit Shah to have Roadshow in Santiniketan during his tour in West Bengal on 20 December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X