For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে চ্যালেঞ্জে রেখে অমিত শাহের বাংলায় সফরসূচি! বিজেপি সূত্রে কোন এলাকায় ফোকাসের খবর

  • |
Google Oneindia Bengali News

বিজেপির তরফে অমিত শাহ যেখানে সফর করেছেন , সেই এলাকাতেই বাংলার বুকে সভা করতে দেখা গিয়েছে মমতাকে। বাঁকুড়ার সভা ঘিরে এমনই ছবি দেখা গিয়েছে। কার্যত হোমগ্রাউন্ডে মমতা গুনে গুনে জবাব দেওয়ার চেষ্টা করেছেন অমিত শাহকে! এমনই মত অনেকের। এবার সেই সংঘাতের পারদকে চড়িয়ে দিয়েছে অমিত শাহের আসন্ন সফরসূচি।

 সূত্রের বিচারে অমিত শাহের বাংলার সফরসূচি

সূত্রের বিচারে অমিত শাহের বাংলার সফরসূচি

প্রথমে শোনা গিয়েছিল আগামী ১৯ ডিসেম্বর বাংলার সফরে আসছেন অমিত শাহ। পরে শোনা যাচ্ছে বিজেপি সূত্রের দাবি ১৮ ডিসেম্বর রাজ্যে অমিত শাহ আসছেন। আর এই সফরে ফের একবার জেলা সফরের দিকে নজর রয়েছে বিজেপির চাণক্যের। ফলে চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জের খেলা এখন চরম পর্যায়ে!

কোন কোন এলাকায় সফর অমিত শাহের?

কোন কোন এলাকায় সফর অমিত শাহের?

১৮ ডিসেম্বরের সম্ভাব্য বাংলা সফরে অমিত শাহ যাচ্ছেন মূলত দুটি জেলায়। তারমধ্যে একটি হল অনুব্রতগড় বীরভূম। সেখানে শান্তিনিকেতনে ২০ ডিসেম্বর সবা করার কথা রয়েছে তাঁর। এমনই দাবি বিজেপি সূত্রে। এর আগে ১৯ ডিসেম্বর বনগাঁয় সবা করার কথা রয়েছে অমিত শাহের।

 মমতা, মতুয়া ইস্যু এবং অমিতের সফর

মমতা, মতুয়া ইস্যু এবং অমিতের সফর

মূলত ,কয়েকদিন আগেই বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। সেখানে সভাস্থলে কয়েকজন অভাব অভিযোগ জানাতে গেলে সভায় বিশৃঙ্খলা তৈরি হয়। বিষয়টি মমতাকে বিব্রত করে। এদিকে বনগাঁর মাটিতে গিয়ে মতুয়াদের নাগরিকত্ব প্রসঙ্গ উত্থাপন কের মমতা বলেন ,'সবাই দেশের নাগরিক'। প্রসঙ্গত, সিএএ লাগু করে কেন এখনও বিজেপি জোটের কেন্দ্রীয় সরকার মতুয়াদের নাগরিকত্বের বিষয়টি নিয়ে এগিয়ে যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন মতুয়ারা। যে মর্মে একবার দলের বিরুদ্ধে সুর তুলতেও শোনা গিয়েছে মতুয়া বলয়ের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে। অন্যদিকে তৃণমূল এই ইস্যু উস্কে মতুয়া ভোট পেতে মরিয়া। এই সমস্ত অধ্যায়কে সামনে নিয়ে বনগাঁয় অমিত শাহের সভা হবে।

 শান্তিনিকেতন সফর

শান্তিনিকেতন সফর

এদিকে, ২০ তারিখ রয়েছে অমিত শাহের শান্তিনিকেতন সফর। ২০১৯ লোকসভা ভোটে দেখা গিয়েছে অনুব্রতগড়েও কীভাবে ধীরে ধীরে মাথা তুলেছে বিজেপি। এরপর শান্তিনিকেতনের বুকে অমিত শাহের সভা বেশ তাৎপর্যপূর্ণ। যেখানে বাংলার মণীষীদের নিয়ে বিজেপির বিরুদ্ধে বহিরাগত ইস্যুতে সংঘাতের পারদ চড়িয়েছে তৃণমূল,সেখানে নতুনভাবে নাড্ডার সভার পর রবীন্দ্রনাথ ইস্যুতে তাঁর মন্তব্য ঘিরে কোমর কষছে ঘাসফুল শিবির। সেই জায়গা থেকে রবীন্দ্র স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে শাহের সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে।

English summary
Amit Shah 's West Bengal visits Schedule for 18 to 20 December , after that Modi will come
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X