For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুর কেন্দ্রে অমিতের সভার কয়েক ঘণ্টা আগে 'অনুমতি' নিয়ে টালবাহানা! বিজেপি-র দাবি ঘিরে তোলপাড়

এদিন রাজ্যে আসবার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল অমিত শাহের। কলকাতায় যাদবপুর সহ একাদিক জায়গায় তাঁর এদিন দুপুরে সভা ও রোড শো করবার কথা ছিল।

  • |
Google Oneindia Bengali News

এদিন রাজ্যে আসবার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল অমিত শাহের। যাদবপুর কেন্দ্রের বারুইপুর সহ একাধিক জায়গায় তাঁর এদিন দুপুরে সভা করবার কথা ছিল। কিন্তু বিজেপি সূত্রের দাবি, আচমকাই যাদবপুরের সভা-এর অনুমতি পাচ্ছেন না অমিত শাহ। পাশাপাশি,বাংলায় অমিত শাহের হেলিকপ্টার অবতরণের অনুমতিও দেওয়া হচ্ছে না। একটি সূত্রের দাবি, যে জায়গায় হেলিকরপ্টার নামার কথা ছিল, সেখানে তা নামার অনুমতি দিচ্ছেন না জমির মালিক। ফলে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিজেপির এমন দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে তোলপাড়।এমনই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই।

যাদবপুরে অমিতের রোড শো-র কয়েক ঘণ্টা আগে অনুমতি নিয়ে টালবাহানা! বিজেপি-র দাবি ঘিরে তোলপাড়

উল্লেখ্য এই প্রথম নয়, এর আগেও বাংলার মাটিতে অমিত শাহ সহ বিজেপি নেতাদের চপার অবতরণ ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। তবে , কেন এই অবতরণে বাধা সেবিষয়ে বিজেপি কোনও স্পষ্ট বক্তব্য রাখেনি এখনও। এদিকে, আজ দুপুরে বারুইপুরে যাদবপুরের বিজেপির প্রার্থী অনুপম হাজরাকে নিয়ে সভা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। তার মাত্র কয়েক ঘণ্টা আগে এই অনুমতি না মেলার দাবি করেছে বিজেপির একটি সূত্র। যদিও প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি।

উল্লেখ্য়, ষষ্ঠদফার ভোটগ্রহণ ঘিরে বিজেপি-তৃণমূল দুইপক্ষের সংঘর্ষের ছবি স্পষ্ট হয়েছে। এরপর একে অপরের বিরুদ্ধে তোপ দাগতেও পিছপা হয়নি। ঠিক তার পরেই এই ঘটনা রীতিমত প্রাসঙ্গিক হয়ে উঠছে রাজ্য রাজনীতিতে।

English summary
Amit Shah Denied Permission to Hold Roadshow in WB's Jadavpur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X