For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯-এর বাংলায় ২৩ টির বেশি আসন চাই, অমিত দিলেন নানা যুক্তি

কাঁথিতে এদিনের সভার শুরু থেকেই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অমিত শাহ। বিজেপির কর্মসূচিতে বাধা দান থেকে শুরু করে, বন্ধ কলকারখানা, সবেতেই তৃণমূলের সমালোচনা করেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কাঁথিতে এদিনের সভার শুরু থেকেই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অমিত শাহ। বিজেপির কর্মসূচিতে বাধা দান থেকে শুরু করে, বন্ধ কলকারখানা, সবেতেই তৃণমূলের সমালোচনা করেন তিনি। অমিত শাহ বলেন, বাংলা আগে দেশকে পথ দেখাত। সেই পুরনো বাংলা ফিরে পেতে চায় সবাই। ১৯-এর বাংলায় ২৩-টির বেশি আসন চাই, জানিয়ে দেন অমিত শাহ।

পুরনো বাংলা ফের চাই

কাঁথিতে অমিত শাহ বলেন, বাংলা আগে দেশকে পথ দেখাত। সেই পুরনো বাংলা ফিরে পেতে চায় সবাই। তিনি বলেন, আগামী নির্বাচন সোনার বাংলা তৈরির নির্বাচন।

যেটুকু জমি পাওয়া গিয়েছে, ভরিয়েছে জনতা

অমিত শাহ বলেন, সভার জন্য যে জায়গার অনুমতি দিয়েছে, সেটা কানায় কানায় ভরিয়ে দিয়েছে জনতা।

বাংলায় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আহ্বান

'যত আটকাবেন, ততই উজ্জীবিত হবে বিজেপি'

বিজেপি চেয়েছিল ৫ রথ নিয়ে আপনাদের পাশে যেতে, কিন্তু এখানকার সরকার সেটা হতে দেয়নি, অভিযএাগ করেন অমিত শাহ।

'নির্বাচনের ফল বেরোতেই শেষ মমতার সরকার'

কর্ম সংস্থান নিয়ে প্রশ্ন

কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করেছে তৃণমূল সরকার

আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত বাংলা

সরকারে কাজে ঘুষের অভিযোগ

'অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক'

'অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক'

কাঁথির সভা থেকে অমিত শাহে অভিযোগ রাজ্যে অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাঙ্ক। বিজেপির সরকার ক্ষমতায় আসলেই রাজ্যে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন অমিত শাহ।

[আরও পড়ুন: অমিতের মুখে মমতার ছবি! কত দাম, তুললেন প্রশ্ন][আরও পড়ুন: অমিতের মুখে মমতার ছবি! কত দাম, তুললেন প্রশ্ন]

কংগ্রেস আর তৃণমূল মুদ্রার এপিঠ-ওপিঠ

English summary
Amit Shah criticises Mamata Banerjee on different issues from Contai Meeting. He appeals for vote to elect Narendra Modi in 2019 elections.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X