For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের টাকা যারা চুরি করেছে সিট বানিয়ে তাদের জেলে পাঠানো হবে, হুঁশিয়ারি শাহের

ফের বাংলায় ভোট প্রচারে অমিত শাহ। গসবাতে ভোট প্রচারে গিয়ে ফের একবার ভাইপো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। একই সঙ্গে শাহের হুঁশিয়ারি, টাকা চুরি করছে যারা তাঁদের জেলে পাঠানো হবে

  • |
Google Oneindia Bengali News

প্রথম দফার ভোটের আগে ফের রাজ্যে অমিত শাহ। শনিবার বেশ কয়েকটি জায়গাতে ভোট রয়েছে। আর তার আগে বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও।

আজ মঙ্গলবার দুটি জেলায় ব্যাক টু ব্যাক কর্মসূচি রয়েছে অমিত শাহের। প্রথম সভাটি সুন্দরবনের গোসাবায়। দ্বিতীয়টি মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের ঘাটালে রোড শো জে পি নাড্ডার। তবে এদিন শুরুতেই গোসাবা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি।

সিট বানিয়ে তাদের জেলে পাঠানো হবে

সিট বানিয়ে তাদের জেলে পাঠানো হবে

এদিন গোসাবার সভা থেকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। বলেন, আমফানের সময় মোদীজি টাকা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা আপনারা কি পেয়েছিলেন...? জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন অমিত শাহ। এরপরেই তিনি বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পরেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। যারা সরকারের টাকা খেয়েছেন সিট বানিয়ে তাঁদের খুঁজে বার করা হবে। এবং জেলে পাঠানো হবে। বলেন, আমফানের ১০ হাজার কোটি কোথায় গেল? ভাইপো কোম্পানি সব টাকা খেয়ে নিয়েছে, অভিযোগ তাঁর। অন্যদিকে, সুন্দরবনের সঙ্গে দিদি অনেক অন্যায় করেছেন। এমনটাই মন্তব্য শাহের। তাঁর দাবি, আমরা ইস্তাহার প্রকাশ করেছি। তাতে বলা হয়েছে, সুন্দরবনের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করব আমরা।

গোসাবায় দাঁড়িয়ে মাস্টারস্টোক

গোসাবায় দাঁড়িয়ে মাস্টারস্টোক

গত বছর আমফান ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা কার্যত ভেঙে পড়ে। একের পর এক বাধ ভেঙে পড়ে। সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়। এরপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে থাকেন যে, এত বড় আমফান হয়ে গেল। মোদী সরকার কিছুই করেনি বলে অভিযোগ করে তৃণমূল। অন্যদিকে বিজেপির অভিযোগ, কেন্দ্র টাকা দিলেও তাতে দুর্নীতি হয়েছে। তৃণমূল নেতা-নেত্রীরা সেই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার গোসাবার সভা থেকে কড়া বার্তা দিলেন অমিত শাহ। একই সঙ্গে আমফানে মোদী সরকার কত টাকা দিয়েছে সেই হিসাবও দেন। এরপরেই শাহের হুঙ্কার, ''সরকারি টাকা যাঁরা খেয়েছেন, তাঁদের সবাইকে জেলে পুরব।''

ক্ষমতায় এলে ঢেলে সাজানো হবে সুন্দরবন

ক্ষমতায় এলে ঢেলে সাজানো হবে সুন্দরবন

তৃণমূল সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও সুন্দরবনের কোনও উন্নয়ন করেনি। এমনটাই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোসাবার সভা থেকে শাহের দাবি, দিদি সুন্দরবনের সঙ্গে অনেক অন্যায় করেছেন। আর সেই কারনে সুন্দরবনকে আমরা দেশের অন্যতম উন্নত এলাকা বানাব। পর্যটন থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থাকে এখানে ঢেলে সাজানোর বার্তা দেন শাহ। বলেন, চিকিৎসার জন্য কলকাতা যেতে হবে না। ক্ষমতায় এলে সুন্দরবনেই এইমস তৈরি করা হবে। প্রতিশ্রুতি অমিত শাহের।

জল থেকে ব্রিজ তৈরির প্রতিশ্রুতি

জল থেকে ব্রিজ তৈরির প্রতিশ্রুতি

বিজেপি ক্ষমতায় আসলে বদলে যাবে সুন্দরবন। অমিত শাহ বলেন, রাজ্যে বিজেপি সরকার গড়লে, এলাকায় পাইপে আসবে পরিশ্রুত জল। এলাকায় তৈরি হবে সেতু। এছাড়াও মৎস্যজীবীদের জন্য আলাদা আর্থিক সাহায্য করা হবে বলে প্রতিশ্রুতি দেন অমিত শাহ। মৎস্যজীবীদের জন্য ৩ লক্ষ টাকার বিমা, জানালেন শাহ। বাঘ সংরক্ষণে আলাদা উদ্যোগ নেওয়া হবে। যা প্রতিশ্রুতি দেওয়া হয়, বিজেপি তা পূরণ করে,' গোসাবায নির্বাচনী জনসভায় বললেন অমিত শাহ।

‘সিএএ চালু করে, সব শরণার্থীদের নাগরিকত্ব

‘সিএএ চালু করে, সব শরণার্থীদের নাগরিকত্ব

এবারের ভোটে মতুয়া ভোট ব্যাঙ্ক খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও নাগরিকত্ব আইন লাঘু না হওয়াতে ক্ষোভ তৈরি হয়েছে। গোসাবার সভা থেকে শাহের বার্তা, খুব শিঘ্রই নাগরিকত্ব আইন লাঘু হবে। প্রত্যেক শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বার্তা শাহের মুখে।

English summary
amit shah at west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X