For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলকে আশ্বস্ত করলেন অমিত! বঙ্গে বিজেপির ভাগ্য নির্ধারণে তৈরি মস্ত গাইডলাইন

উপনির্বাচনে মুকুল রায়ের উপর ভরসা করেছিল বিজেপি। কিন্তু জয় না পেলেও ভোট বাড়িয়ে রাজ্যে তৃণমূলের চ্যালেঞ্জার রূপে নিজেদের প্রতিপন্ন করতে সক্ষম হয়েছে কেন্দ্রের শাসকদল। এবার বাংলায় পঞ্চায়েত যুদ্ধ।

Google Oneindia Bengali News

উপনির্বাচনে মুকুল রায়ের উপর ভরসা করেছিল বিজেপি। কিন্তু জয় না পেলেও ভোট বাড়িয়ে রাজ্যে তৃণমূলের চ্যালেঞ্জার রূপে নিজেদের প্রতিপন্ন করতে সক্ষম হয়েছে কেন্দ্রের শাসকদল। এবার বাংলায় পঞ্চায়েত যুদ্ধ। তার আগে গুরুদায়িত্ব বর্তেছে মুকুল রায়ের কাঁধে। এবার সাফল্য আনতেই হবে। কিন্তু ব্যর্থ হলে কী হবে ভবিষ্যৎ, তা নিয়ে চিন্তার মাঝেই দলের সর্বভারতীয় সভাপতির সমর্থন পেয়ে গেলেন মুকুল রায়।

মুকুলকে আশ্বস্ত করলেন অমিত! বঙ্গে বিজেপির ভাগ্য নির্ধারণে তৈরি মস্ত গাইডলাইন

[আরও পড়ুন: পুরনো যোদ্ধাদের ভোলেননি তিনি! প্রশাসনিক বৈঠকে এসে 'বনমালীদা'র খোঁজ মমতার][আরও পড়ুন: পুরনো যোদ্ধাদের ভোলেননি তিনি! প্রশাসনিক বৈঠকে এসে 'বনমালীদা'র খোঁজ মমতার]

রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে যেতেই দিল্লিতে ডেকে ভোট লড়াইয়ের গাইডলাইন তৈরি করে দিলেন অমিত শাহ। সেইসঙ্গে বললেন, চিন্তার কোনও কারণ নেই, পঞ্চায়েতে সন্ত্রাসের আবহ তৈরি হল হস্তক্ষেপ করবে কেন্দ্র। তিনি পঞ্চায়েত যুদ্ধ-জয়ে নিশ্চিন্তে ঘুঁটি সাজাতে বলেন মুকুল রায়কে। পরিষ্কার করে দেন, কোনওভাবেই বিনা লড়াইয়ে আসন ছাড়া হবে না।

মঙ্গলবার দিল্লিতে রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে মুকুল রায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন অমিত শাহ। সেই বৈঠকেই প্রার্থী বাছাই থেকে মনোনয়ন, ভোটগ্রহণ থেকে ভোট গণনা পর্যন্ত দলের গাইডলাইন স্থির করে দেওয়া হয়। রাজ্যে মনোনয়ন ও ভোটগ্রহণের সময় সন্ত্রাসের আবহ তৈরি হলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে বলেও আশ্বস্ত করা হয় মুকুল রায়কে। বিজেপির পঞ্চায়েত ভোট পরিচালন কমিটির আহ্বায়ক মুকুল রায়কে নিশ্চিন্তে গাইডলাইন মেনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন অমিত শাহ।

[আরও পড়ুন: রেল চায় না সিপিএম! পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়ন-বার্তায় মানুষের পাশে মমতা ][আরও পড়ুন: রেল চায় না সিপিএম! পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়ন-বার্তায় মানুষের পাশে মমতা ]

মুকুল রায় জানান, দলের সর্বভারতীয় সভাপতি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচন পরিচালন কমিটিকে স্বাধীনতা দিয়েছেন। সেইমতো আমরা প্রার্থী বাছই প্রক্রিয়া শুরু করে দিচ্ছি চটজলদি। অমিতজি আশাবাদী বিজেপি এবার ভালো ফল করবে। আমরাও এ ব্যাপারে আশাবাদী। তৃণমূলের সন্ত্রাস রুখতে পারলে বিজেপি ভালো ফল করবেই।

[আরও পড়ুন:মহাজোট চায় বিজেপিও! বাংলায় তৃণমূলকে হারাতে নতুন সূত্রের সন্ধান দিলেন রাহুল][আরও পড়ুন:মহাজোট চায় বিজেপিও! বাংলায় তৃণমূলকে হারাতে নতুন সূত্রের সন্ধান দিলেন রাহুল]

English summary
Amit Shah advices to Mukul Roy to win Panchayat election in west Bengal. He makes guidelines for BJP’s panchayat strategy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X