For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে কড়া নিরাপত্তায় বারুইপুর আদালতে পেশ

ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে শুক্রবার গভীর রাতেই আনা হল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

Google Oneindia Bengali News

ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে শুক্রবার গভীর রাতেই আনা হল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ভুবনেশ্বর থেকে ট্রানজিট রিমান্ডে বারুইপুরে আনা হয়েছে সিপিআইএমএল রেডস্টার নেতা অলীক চক্রবর্তীকে। শনিবার আদালত চত্বর কঠোর নিরাপত্তায় মুড়ে বারুইপুর আদালতে তোলা হয় তাঁকে। উল্লেখ্য, ৩১ জুন অর্থাৎ বৃহস্পতিবার রাতে তাঁকে ভুবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সমানে থেকে গ্রেফতার করা হয়।

ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে আদালতে পেশ

এদিন সকালেই অলীক চক্রবর্তীর মেডিকেল টেস্ট করা হয়। তারপর আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানাবে আদালতে। প্রয়োজনে তাঁর চিকিৎসারও ব্যবস্থা করবে। এদিকে জমি-জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অলীক চক্রবর্তীকে আন্দোলনক্ষেত্র থেকে গ্রেফতারের সাহস পায়নি পুলিশ। চিকিৎসার জন্য অন্য রাজ্যে গিয়েছিল, সেখান থেকে গ্রেফতার করেছে নক্ক্যরজনকভাবে। এজন্য সরকারকে মূল্য চোকাতে হবে।

ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত পাওয়ার গ্রিড সংলগ্ন গোটা এলাকা। বৃহস্পতিবার রাতে মশাল মিশিলের পর শুক্রবার সকাল থেকে দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। বিকেলে জমি-জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা বিশাল মিছিল করে। শনিবারও দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি চলে।

ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে আদালতে পেশ

আন্দোলনকারীরা দাবি, অলীক চক্রবর্তীকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাঁর বিরুদ্ধে যাবতীয় মামলার ধারা প্রত্যাহার করে নিতে হবে। যতক্ষণ না তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ এই অবরোধ চলবে। ভাঙড়ে আন্দোলনকারীদের এই দাবির মধ্যেই এদিন বারুইপুর আদালতে পেশ করা হচ্ছে। সেই কারণে নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে বারুইপুর আদালত চত্বর।

English summary
Alik Chakraborty is appeared in Baruipur Court on Saturday. Alik Chakraborty is brought from Bhubaneswar in transit remand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X