For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার দখলে আদিবাসী ভোট ব্যাঙ্ক! লড়াই কি এবার তৃণমূলের আদিবাসী নায়িকা বনাম সঙ্গীত শিল্পী

নজরে আদবাসী ভোট। জঙ্গলমহল এলাকায় হালকা হয়েছে তৃণমূলের মায়ের মাটি। একাধিক বিষয়ে আদিবাসী সমাজের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে তা ভালোই বুঝতে পেরেছে শাসকদল তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

নজরে আদবাসী ভোট। জঙ্গলমহল এলাকায় হালকা হয়েছে তৃণমূলের মায়ের মাটি। একাধিক বিষয়ে আদিবাসী সমাজের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে তা ভালোই বুঝতে পেরেছে শাসকদল তৃণমূল।

আর তাই প্রার্থী ঘোষণার আগেই একেবারে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ঘরের মেয়েকে বীরবাহা হাসদার উপরেই ভরসা রাখছে শাসকদল তৃণমূল। পালটা আদিবাসী জনপ্রিয় সঙ্গিত শিল্পীকে দলে টানল বঙ্গ বিজেপি। তাঁকে সামনে রেখেই আদিবাসী মানুষদের মন জয়ের চেষ্টা করবে বঙ্গ বিজেপি।

পার্থের হাত ধরে তৃণমূলে বীরবাহা

পার্থের হাত ধরে তৃণমূলে বীরবাহা

তাঁকে নিয়ে তেমনটা জল্পনা ছিল না। কিন্তু আজ বুধবার হঠাত করেই তৃণমূলেই যোগ দেন সাঁওতাল সিনেমার জনপ্রিয় নায়িকা ঝাড়গ্রামের বিরবাহা হাসদা। আদিবাসীদের সাংস্কৃতিক জগতে অন্যতম পরিচিত মুখ বীরবাহা। তাঁকেই তৃণমূলে যোগদান করালেন পার্থ চট্টোপাধ্যায়। বীরবাহার হাতে পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব। তৃণমূলে যোগ দিয়ে খুশি সাঁওতালি নায়িকা। তিনি বলেন, "আমি এতদিন ধরে কাজ করে গিয়েছি। কিন্তু মানুষের একদম কাছে যাওয়ার রাস্তা পাচ্ছিলাম না। তাই এখানে যোগ দিলাম। তবে প্রার্থী হবেন কিনা সেই বিষয়টি তৃণমূল শীর্ষ নেতৃত্বের উপরেই ছেঁড়ে দিয়েছেন অভিনেত্রী!

তৃণমূলের পালটা আদিবাসী সঙ্গীত শিল্পী

তৃণমূলের পালটা আদিবাসী সঙ্গীত শিল্পী

ভোটের ময়দানে কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ। বুধবার তৃণমূলে যোগ দেন বীরবাহা। বৃহস্পতিবার সকালে বিজেপিতে জনপ্রিয় আদিবাসী সঙ্গীতশিল্পী দগার টুডু। সাওতালি ভাষার জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী। এদিন কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন দগার। সম্ভবত বীরবাহার পালটা দগারকে প্রার্থী করতে পারে বিজেপি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে বিজেপির তরফে কিছু জানানো হয়নি। এমনকি, দগাও প্রার্থী হওয়ার বিষয়ে এখনও কিছু জানাননি।

নজরে আদিবাসী ভোট

নজরে আদিবাসী ভোট

গত লোকসভা নির্বাচনে বিজেপির উপরেই ভরসা রাখে আদিবাসী সমাজ। জঙ্গলমহলে বিজেপি ভালো ফল করে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সাংসদ পায় বিজেপি। এরপর ধীরে ধীরে আদিবাসী সমাজের মধ্যে নিজেদের ভীত শক্ত করে বিজেপি। শাসকদলের উপর ক্ষোভ রয়েছে জঙ্গলমহলের মানুষের। একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া স্বত্বেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। সেখানে এবার আদিবাসী সম্প্রদায়ের ঘরের মেয়ে বীরবাহাকে প্রার্থী করতে পারে তৃণমূল। তাঁকে সামনে রেখেই আদিবাসী ভোট ব্যাঙ্ক ফের একবার নিজেদের কাছে ফেরাতে চায় তৃণমূল। যদিও এর পালটা দ্গার টুডুকে সামনে রাখতে চায় বঙ্গ বিজেপি।

প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিজেপি

প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিজেপি

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার দিল্লির বৈঠকে রয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা৷ থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ, বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা, ভূপেন্দ যাদব সহ কেন্দ্রের নিযুক্ত রাজ্যের ৫ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক। এছাড়া আজ রাতেই দিল্লিতে দিলীপ ঘোষের বাসভবনে একদফা বৈঠকে বসবে রাজ্য নেতৃত্ব। আজকের বৈঠকের পরেই রাজ্যের ভোটের প্রথম ও দ্বিতীয় দফায় আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমরা খুবই শীঘ্রই ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিজেপির প্রার্থী তালিকা চুড়ান্ত করতে চাই। তার জন্যই দিল্লিতে বৈঠক হবে৷' এর আগে বুধবার ২০২১-এর বিধানভা নির্বাচণে বিজেপির সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয় বিজেপির রাজ্য নির্বাচনী কমিটির বৈঠকে।

English summary
নজরে আদবাসী ভোট। জঙ্গলমহল এলাকায় হালকা হয়েছে তৃণমূলের মায়ের মাটি। একাধিক বিষয়ে আদিবাসী সমাজের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে তা ভালোই বুঝতে পেরেছে শাসকদল তৃণমূল।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X