For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশে বিজেপিকে জব্দ করতে তৃণমূলের হাতিয়ার 'বাংলার যুব শক্তি', ডিজিটাল ক্যাম্পেনে শান মমতার

একুশে বিজেপিকে জব্দ করতে তৃণমূলের হাতিয়ার 'বাংলার যুব শক্তি', ডিজিটাল ক্যাম্পেনে শান মমতার

Google Oneindia Bengali News

একুশের বিধানসভা ভোটের ময়দানে বিজেপিকে টক্কর দিতে ডিজিটাল ক্যাম্পেন শুরু করল তৃণমূল কংগ্রেস। বাংলার যুবশক্তি নাম দিয়ে এই ডিজিটাল ক্যাম্পেন। তৃণমূলের যুব সংগঠন রাজ্যে ছাত্র যুবদের উজ্জিবীত করতেই এই ক্যাম্পেন লঞ্চ করেছে বলে সূত্রের খবর। যুব সংগঠনকে শক্তিশালী করতে নজর দেওয়া হচ্ছে ১৮ থেকে ১৩ বছর পর্যন্ত বয়সীদের টার্গেট করা হয়েছে।

তৃণমূলের ডিজিটাল ক্যাম্পেন

তৃণমূলের ডিজিটাল ক্যাম্পেন

করোনা আবহে ডিজিটাল ক্যাম্পেনই হাতিয়ার হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের। বিজেপি আগে থেকেই তা শুরু করে দিয়েছে। এবার ময়দানে নামল শাসক দল তৃণমূল কংগ্রেসও। যুব সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে বাংলার যুব শক্তি ক্যাম্পেন। এই ক্যাম্পেনে টার্গেট করা হয়েছে ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত তৃণমূল স্তরের মানুষকে।

আম্ফানই হাতিয়ার

আম্ফানই হাতিয়ার

প্রায় ১ লাখ যুবাকে এই ডিজিটাল ক্যাম্পেনে আনতে মরিয়া তৃণমূল শিবির। এর মাধ্যমে ১৮ থেকে ৩৫ বছর যুবকদের আম্ফান বিধ্বস্ত এলাকায় সাহায্যের কাজে সামিল করা হবে। কোনও রাজনৈতিক রং না দেখেই তাঁদের এই কাজে নিয়োগ করা হবে বলে জানিয়েছে শাসক দল। এটা কোনও ভাবেই সদস্যপদ বাড়ানোর কোনও হাতিয়ার নয় বলে দাবি করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে। কীভাবে বাংলার কঠিন সময়ে তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেটা তুলে ধরাই মূল লক্ষ্য বলে দাবি করা হয়েছে।

অভিষেকের সঙ্গে আলোচনা

অভিষেকের সঙ্গে আলোচনা

আম্ফান বিধ্বস্ত বাংলার কীভাবে পুনরুজ্জীবন ঘটানো যায় তা নিয়ে আগামী ১১ জুলাই তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্টারেক্টিভ সেশন করবেন এই কাজে সামিল যুবাদের সঙ্গে। সেখানে আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকায় কীভাবে কাজ করা যায় তা নিয়ে কথা বলবেন তিনি। তার আগে এক মাস ধরে এই বাংলার যুব শক্তি ডিজিটাল ক্যাম্পেন চালাবে তৃণমূল কংগ্রেস।

বিজেপির ভার্চুয়াল সভার পাল্টা

বিজেপির ভার্চুয়াল সভার পাল্টা

রাজনৈতিক মহল মনে করছে বিজেপির ভার্চুয়াল সভার পাল্টা হিসেবেই এই ডিজিটাল ক্যাম্পেন শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কারণ একুশের ময়দানে ঝাঁপানোর জন্য কোমর বেঁধে নেমেছে বিজেপি। দলবদলের রাজনীতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। মমতাও তাই আর চুপ করে বসে থাকতে চান না। করোনার ঝুঁকি নিয়েই নেমে পড়েছেন রাজনীতির ময়দানে।

দেহ সৎকার নিয়ে ফের রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল, স্বরাষ্ট্রসচিবের কাছে তথ্য তলবদেহ সৎকার নিয়ে ফের রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল, স্বরাষ্ট্রসচিবের কাছে তথ্য তলব

English summary
After BJP virtual rally TMC launch digital campaign 'Banglar Yuva Shakti'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X