For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপালের জগদীপ ধানকর! একনজরে পরিচিতি

পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধানকর।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধানকর। প্রকাশিত খবর অনুযায়ী, তাঁর রাজনৈতিক জীবন শুরু জনতা দলে। পরবর্তী সময়ে তিনি বিজেপিতে যোগ দেন। পেশাগত জীবনে তাঁর পরিচয় অবশ্য অন্য। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট।

জনতা দলে ছিলেন জগদীপ ধানকর

জনতা দলে ছিলেন জগদীপ ধানকর

১৯৫১ সালে ১৮ মে রাজস্থানের ঝুঞ্জুনু জেলার চিরাওয়া তহশীলে জন্মগ্রহণ করেন। নবম লোকসভা অর্থাৎ ১৯৮৯-১৯৯১ সালে তিনি রাজস্থানের ঝুঞ্ঝুনু থেকে তিনি লোকসভার সদস্য ছিলেন। রাজস্থান বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা। সেই সময় তিনি ছিলেন জনতা দল সদস্য।

( ছবি: জগদীপ ধানকরের ফেসবুক প্রোফাইল থেকে)

বিজেপিতে যোগ দেন ২০০৩-এ

বিজেপিতে যোগ দেন ২০০৩-এ

প্রকাশিত খবর অনুযায়ী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জগদীপ ধানকর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ২০০৩ সালে। ওই বছর রাজস্থান বিধানসভার ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন এই জাঠ নেতা। জাঠ মহাসভার প্রভাবশালী এই সদস্যের বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন রাজস্থান বিজেপি সভাপতি বসুন্ধরা রাজে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশঙ্কর ভাবহারা, প্রাক্তনমন্ত্রী ঘনশ্যাম তিওয়ারি এবং বিজেপির কেন্দ্রীয় নেতা রামদাস আগরওয়াল।

বিজেপিতে যোগ দিয়ে জগদীপ ধানকর বলেছিলেন, বাজপেয়ী সরকারের ভাল কাজের প্রতি আকৃষ্ট হয়ে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সম্মান বাজপেয়ী বৃদ্ধি করেছিলেন বলে জানিয়েছিলেন জগদীপ ধানকর। সেই সময় রাজস্থানের অশোক গেহলট সরকারের প্রতি অনাস্থা জানিয়ে তিনি বলেছিলেন, সেই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সাড়ে চারবছরে কিছুই করেনি।

সনিয়াকে আক্রমণ

সনিয়াকে আক্রমণ

বিদেশি ইস্যুতে তৎকালীন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী সম্পর্কে বলেছিলেন, মানুষ তাঁকে গ্রহণ করবে না।

English summary
Advocate by profession Jagdeep Dhankar started his career as Janata Dal member after he joins BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X